'মোদিই অনুপ্রেরণা', বিজেপিতে যোগ দিলেন রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা
জামনগর: আর কোনও জল্পনা নয়। জামনগরে নরেন্দ্র মোদির সভার আগেই বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। রবিবারই শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে নিজের নাম নথিভুক্ত করান তিনি।
গত অক্টোবরে করনী সেনার প্রধান নির্বাচিত হন রিভাবা। সেটাই ছিল ময়দানি রাজনীতিতে অনুপ্রবেশের প্রথম পদক্ষেপ। মাস ছয়েকের মধ্যেই এবার বিজেপির নেত্রী হতে চলেছেন মিসেস জাডেজা। রবিবার বিজেপি সাংসদ পুনমবেন ম্যাডাম, ক্যাবিনেট মন্ত্রী আরসি ফালদু ও বিধায়ক ধর্মেন্দ্রসিন জাডেজার উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন রিভাবা।
ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর জাডেজা-পত্নী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাঁর অনুপ্রেরণা। তিনি আরও বলেন, রাজনীতিতে যোগদানের ক্ষেত্রে রবীন্দ্র জাডেজাই তাঁকে উত্সাহ জুগিয়েছে। কোনও রকম বাঁধা দেয়নি তাঁর শ্বশুরবাড়ি। সংবাদমাধ্যমকে রিভাবা বলেন, “এই পুরুষশাসিত সমাজে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নারীকে স্বামীর মুখাপেক্ষী হতে হয়। আমার স্বামী স্রেফ আমাকে অনুমতিই দেয়নি, উল্টে প্রতিনিয়ত আমাকে উত্সাহ দিয়েছে।” প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই রাজনীতিতে যোগ দিয়েছেন জাডেজার দিদি নয়নাবা জাডেজা। ৫ ফেব্রুয়ারি ন্যাশনাল উইম্যানস পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। মাস খানের মাথায় বড় ননদের পথেই পা বাড়ালেন ভাই বউ। তবে তাঁর ঠিকানা বিজেপি।
উল্লেখ্য, ২০১৬ সালের এপ্রিলে জা়ডেজা, রিভাবার বিয়ে হয়। গত জুনেই তাঁদের পরিবারে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তান। এবার জাডেজা পরিবারের পুত্রবধূ নাম লিখিয়ে ফেললেন রাজনীতিতেও।