Jammu-Kashmir: জম্মু-কাশ্মীরে পাথর ছোঁড়া বা অন্য অপরাধে যুক্ত থাকলে মিলবে না পাসপোর্ট ছাড়পত্র বা অন্য সরকারি সুবিধা
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আইন-শৃঙ্খলাভঙ্গ, পাথর ছোড়া সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকলে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত নিরাপত্ত ছাড়পত্র দেওয়া হবে না।
কাশ্মীর: পাথর ছোড়া বা আইনশৃঙ্খলা ভঙ্গের কাজে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে জম্মু ও কাশ্মীর সরকার।এ ধরনের কাজে যুক্ত থাকলে পাসপোর্টের জন্য ছাড়পত্র বা অন্যান্য সরকারি সুবিধার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যাবে না।
আইনশৃঙ্খলা ভঙ্গ করে এমন কার্যকলাপে যুক্ত থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। কেন্দ্র শাসিত এই অঞ্চলে আইনশৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িত থাকলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর সরকার। সরকারের পক্ষ থেকে জারি এক বিবৃতিতে বলা হয়েছে, পাথর ছোঁড়া বা কেন্দ্র শাসিত এই অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে প্রতিকূল, এমন অপরাধমূলক কাজকর্মে জড়িতদের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাওয়া যাবে না। এ ব্যাপারে সিআইডি স্পেশ্যাল ব্র্যাঞ্চ সমস্ত ইউনিটগুলিকে নির্দেশ দিয়েছে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, আইন-শৃঙ্খলাভঙ্গ, পাথর ছোড়া সহ অন্যান্য অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকলে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত নিরাপত্ত ছাড়পত্র দেওয়া হবে না।
Babul Supriyo on social Media: ফেসবুক পোস্টে কুণাল এবং দিলীপকে একযোগে আক্রমণ বাবুলের
বিবৃতিতে আরও বলা হয়েছে, পাসপোর্ট, পরিষেবা বা সরকারি প্রকল্প সংক্রান্ত অন্য কোনও ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির অতীত রেকর্ড খতিয়ে দেখা হবে। এছাড়াও এ ব্যাপারে তদন্তকারী সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তির অতীত রেকর্ড খতিয়ে দেখতে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করবে। সার্কুলারে আরও বলা হয়েছে, আইন-শৃঙ্খলা ভঙ্গের কাজে যুক্ত থাকলেও নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হবে না।
Rickshaw-puller Satyen Das:ফের প্যাডেলে পা, এবার সিয়াচেন বর্ডার পাড়ি রিকশা চালক সত্যেন দাসের
একইসঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কাছে থাকা সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিও, অডিও ক্লিপ, কোয়াডকপ্টার ইমেজ খতিয়ে দেখা হবে। এ ধরনের কোনও ঘটনায় যুক্তদের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হবে না বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। শুধু তাই নয়, এ ধরনের অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকলে এ ক্ষেত্রে সরকারি চাকরি ও সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হতে হবে।
এদিকে, ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবসের আগে কেন্দ্র শাসিত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।