এক্সপ্লোর
আসুন, ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরালো ভাষায় কথা বলি, বললেন ভারতে সফরে আসা মার্কিন বিদেশসচিব
দিনকয়েক আগেই গত সপ্তাহে মার্কিন বিদেশদপ্তর প্রকাশিত ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারত সম্পর্কে বিরূপ অভিমত জানিয়ে বলা হয়, ২০১৮ তেও ভারতে গোপাচার, গোমাংসের জন্য গোনিধনের গুজবের প্রেক্ষাপটে সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের ওপর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের হামলা অব্যাহত ছিল। সেই প্রেক্ষাপটেই ভারত সফররত পম্পিও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন।

নয়াদিল্লি: ভারত সফরে এসে ধর্মীয় স্বাধীনতা, অধিকার নিয়ে মুখ খুললেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও। ধর্মাচরণের স্বাধীনতার পক্ষে জোরালো সমর্থন শোনা যায় তাঁর কথায়। দিনকয়েক আগেই গত সপ্তাহে মার্কিন বিদেশদপ্তর প্রকাশিত ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে ভারত সম্পর্কে বিরূপ অভিমত জানিয়ে বলা হয়, ২০১৮ তেও ভারতে গোপাচার, গোমাংসের জন্য গোনিধনের গুজবের প্রেক্ষাপটে সংখ্যালঘু, বিশেষত মুসলিমদের ওপর কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের হামলা অব্যাহত ছিল। সেই প্রেক্ষাপটেই ভারত সফররত পম্পিও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন। আজ এখানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ভারত সংক্রান্ত পলিসি বিষয়ক ভাষণে তিনি বলেন, ভারত দুনিয়ার চারটি প্রধান বড় ধর্মের জন্মস্থান। আসুন আমরা সকলের ধর্মীয় স্বাধীনতার স্বপক্ষে জোর গলায় কথা বলি। সেই অধিকারগুলির পক্ষে দাঁড়াই। যখনই ওইসব অধিকারের প্রশ্নে আপস-সমঝোতা করি, পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব সন্ত্রাসবাদী বলে ঘোষণায়ও আমেরিকা খুশি বলে জানান তিনি। পম্পিও বলেন, সম্প্রতি ভারত রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদ সমর্থনকারী একটি প্যালেস্তিনীয় এনজিও-র বিরুদ্ধে ভোট দিয়ে দেখিয়েছে, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা অন্যায়। ভারত আরও বেশি বেশি করে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরছে এবং ভারতের এই আত্মপ্রতিষ্ঠাতকে আমেরিকা স্বাগত জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উভয়েরই প্রশংসা করে পম্পিও বলেন, ওঁরা হলেন সেই স্তরের নেতা, যাঁরা ঝুঁকি নিতে ভয় পান না। ভারত, আমেরিকা ‘একসঙ্গে অনেক অবিশ্বাস্য কাজ’ করতে চলেছে বলেও অভিমত জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















