এক্সপ্লোর
Advertisement
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৩,০০০, মৃত ৫৬, উদ্বেগ বাড়াচ্ছে সারা দেশের পরিসংখ্যানও
বাংলার পাশাপাশি দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও ভয়ঙ্কর গতিতে ছুটছে করোনা ভাইরাস।
কলকাতা ও নয়াদিল্লি: রাজ্যে একদিনে করোনা সংক্রমণে নতুন রেকর্ড। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৯৯৭। গতকালের চেয়ে বেড়ে রাজ্যে একদিনে মৃত ৫৬। রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমিত ১ লক্ষ ৭ হাজার ৩২৩। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় ২ হাজার ২৫৯জনের মৃত্যু। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ৬৬৬, মৃত ১৬। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৮২, মৃত ১২। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়ে ৭৩.২৫%।
বাংলার পাশাপাশি দেশের অন্যান্য কয়েকটি রাজ্যেও ভয়ঙ্কর গতিতে ছুটছে করোনা ভাইরাস। মৃত্যুর নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে উঠে ভারত। বৃহস্পতিবার দেশে রেকর্ড সংক্রমণ হয়েছে। দৈনিক সংক্রমণে লাগাতার বিশ্বে প্রথম স্থান ধরে রেখেছে ভারত। তবে এরই মধ্যে স্বস্তির খবর হল, সংক্রমণের সঙ্গে সঙ্গে সুস্থতার হারও বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৩৮৩ জন। এখনও পর্যন্ত মোট ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭০.৭৭ শতাংশ সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৮.০৭ শতাংশ। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯৬ শতাংশ।
মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা গত দু’দিন সামান্য কমলেও, বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। তৃতীয় স্থানে দক্ষিণ ভারতেরই রাজ্য কর্ণাটক। চতুর্থ স্থানে দক্ষিণ ভারতের আরও এক রাজ্য তামিলনাড়ু। পঞ্চম স্থানে উত্তরপ্রদেশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। তৃতীয় স্থানে কর্ণাটক। চতুর্থ স্থানে অন্ধ্রপ্রদেশ। যুগ্মভাবে পঞ্চম স্থানে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ।
এরই মধ্যে বন্যা কবলিত দুই রাজ্য অসম ও বিহারের পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। অসমে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯৩ জন। বিহারে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০৮ জন।
এই প্রেক্ষাপটে বিহারের বিরোধী দলনেতা তথা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব চাঞ্চল্যকর অভিযোগ করে বলেছেন, বিহার সরকার করোনার পরিসংখ্যান নিয়ে মিথ্যা কথা বলছে এবং পরিসংখ্যান বিকৃত করছে।
এদিকে দেশে করোনা পরীক্ষার সংখ্যা আগের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৮ লক্ষ ৩০ হাজার ৩৯১ জনের। এই নিয়ে ভারতে মোট ২ কোটি ৬৮ লক্ষ ৪৫ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষা হল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement