এক্সপ্লোর
বিহারে কংগ্রেসের নতুন পোস্টারে সনিয়া গাঁধী ভারতীয় হিন্দু
![বিহারে কংগ্রেসের নতুন পোস্টারে সনিয়া গাঁধী ভারতীয় হিন্দু New poster of Bihar Congress shows Sonia Gandhi as Indian Hindu বিহারে কংগ্রেসের নতুন পোস্টারে সনিয়া গাঁধী ভারতীয় হিন্দু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/01214320/index.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: গোবলয়ের অন্যান্য রাজ্যগুলির মতোই বিহারেও জাতপাতের রাজনীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এবার তার সঙ্গে ধর্মের রাজনীতিও যুক্ত করল কংগ্রেস। গতকাল সন্ধেয় পটনায় কংগ্রেসের পক্ষ থেকে একটি নতুন পোস্টার লাগানো হয়। তাতে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে শিবের উপাসক এবং ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধীকে ভারতীয় হিন্দু হিসেবে দেখানো হয়েছে। এই পোস্টারে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার সহ বেশ কয়েকজন নেতা-নেত্রীর ছবি দেওয়া হয়েছে। প্রত্যেকেরই ধর্ম উল্লেখ করা হয়েছে। আজ সকালেই অবশ্য এই পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি মদনমোহন ঝা-র দাবি, কংগ্রেস উচ্চবর্ণের ব্যক্তিদের পার্টি বলে অভিযোগ করা হয়। তবে এই পোস্টার থেকে স্পষ্ট, কংগ্রেসে সব ধর্মের নেতাই আছেন।
পটনার রাস্তায় কংগ্রেস ও বিজেপি-র মধ্যে পোস্টারের লড়াই শুরু হয়েছে। কংগ্রেস যখন দলীয় নেতাদের ধর্ম উল্লেখ করেছে, তখন বিজেপি আবার পাল্টা পোস্টারে দলীয় নেতাদের ভারতীয় বলে উল্লেখ করেছে। এই পোস্টারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংহ, সুশীল মোদী, রঘুবংশ প্রসাদ সিংহ, গিরিরাজ সিংহ, শাহনওয়াজ হুসেন, ভূপেন্দ্র যাদব, প্রেম কুমার, নন্দ কিশোর যাদবের মতো নেতাদের ছবি রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)