এক্সপ্লোর
Advertisement
শাবকের সঙ্গে সিংহী, কী কথা হচ্ছে! মজাদার মন্তব্যে ভরল সোশ্যাল মিডিয়ার দেওয়াল
ইন্টারনেটে পশুজন্তুদের বিশেষ ছবি বা ভিডিও নিমেষে নজর কেড়ে নেয় নেটিজেনদের। এরইমধ্যে একটি ছবি ট্যুইটারে শেয়ার করে নেটিজেনদের বেশ আনন্দ দিয়েছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান। ছবিটি আসলে এক সিংহীর তার শাবককে আদরের ছবি।
কলকাতা: ইন্টারনেটে পশুজন্তুদের বিশেষ ছবি বা ভিডিও নিমেষে নজর কেড়ে নেয় নেটিজেনদের। এরইমধ্যে একটি ছবি ট্যুইটারে শেয়ার করে নেটিজেনদের বেশ আনন্দ দিয়েছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার প্রবীণ কাসওয়ান। ছবিটি আসলে এক সিংহীর তার শাবককে আদরের ছবি। তা দেখলে মনে হওয়াই স্বাভাবিক যে, সিংহী তার শাবককে কিছু একটা বলছে। দেখুন সেই ছবি-
ছবি শেয়ার করে তাঁর ফলোয়ারদের সিংহীটি তার শাবককে কী বলছে, তা নিয়ে অনুমান করে দেখতে বলেছেন। লিখেছেন, ‘ওদের মধ্য কী কথা হচ্ছে, অনুমান করুন তো’। সেইসঙ্গে রয়েছে হ্যাশট্যাগ ‘ওয়ার্ল্ড লাওন ডে ২০২০’।
কাসওয়ানের এই ক্যাপশনের জবাবে ইউজাররা নানান ধরনের মজাদার প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘বাবা, একটাই জীবন পাবে। দারুণভাবে জীবন গড়ে তোল’।
অন্য একজনের প্রতিক্রিয়া ‘এটাও কেটে যাবে, ২০২০’।
এক নেটিজেন লিখেছেন, ‘ভবিষ্যতের কথা কী কিছু ভেবেছ’!
আর একজনের সরস মন্তব্য, ‘করোনার ছুটি তো শেষ। কাল থেকে স্কুলে যেতে হবে’।
ট্যুইটারে কাসওয়ানের শেয়ার করা ছবি প্রায় সাড়ে আট হাজারের লাইক হয়েছে। রিট্যুইটও হয়েছে প্রচুর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement