এক্সপ্লোর
Advertisement
পাকিস্তান সেনা এবং জনগনকে সব কিছুর জন্য প্রস্তুত থাকার বার্তা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
ইসলামাবাদ:ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান।জঙ্গি হামলায় পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যুর ১২ দিন পর পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারতের অভিযানের জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানে ঢুকে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান। ডাকা হয় ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক। বৈঠক শেষে পাকিস্তান সেনা এবং পাক জনসাধারণকে সব কিছুর জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
কিন্তু, মুখে এ কথা বললেও, নয়াদিল্লির বিমান হানার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছেন ইমরান খান। ভারতের হাতে নাস্তানাবুদ হওয়ার পর মঙ্গলবার পাক সংসদে শেম শেম ইমরান স্লোগান ওঠে।
এদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় অস্থায়ী হাইকমিশনারকে তলব করল পাকিস্তান। ভারতীয় বায়ুসেনা তাদের ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে তার নিন্দা করেছে পাক বিদেশমন্ত্রক। এই সূত্রেই ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠানো হয়। ইসলামাবাদে এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রক দাবি করেছে, স্থানীয় সময় রাত ২টা ৫৪-য় ৮টি ভারতীয় বায়ুসেনার বিমানকে পাক বিমানবাহিনীর জেট বিমান তাড়া করে ফিরে যেতে বাধ্য করে। ভারতীয় বিমানগুলি নির্বিচারে সামগ্রী ফেলতে ফেলতে যায়। সেগুলি এক প্রত্যন্ত জনমানবহীন এলাকায় পড়ে। অস্থায়ী ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতের 'পাক সার্বভৌমত্ব, ভৌগোলিক অখন্ডতা লঙ্ঘনে'র তীব্র নিন্দা করেন অস্থায়ী বিদেশসচিব। পাক বিবৃতিতে ভারতের নিজেদের জনগণকে খুশি করতে ও নির্বাচন মাথায় রেখে বিরাটসংখ্যক সন্ত্রাসবাদী শিবির টার্গেট করা হয়েছে ও তার ফলে প্রচুর মৃত্যু হয়েছে, এহেন দাবিরও কড়া বিরোধিতা করা হয়েছে।
পাকিস্তানের অস্থায়ী বিদেশসচিব বলেন, ভারতের আগ্রাসন আঞ্চলিক শান্তি, সুস্থিতির সামনে বিপদ। পাকিস্তান তার পছন্দমতো সময়ে, জায়গায় এর সমুচিত জবাব দেবে।
পুলওয়ামা সন্ত্রাসে পাকিস্তানের যুক্ত থাকার ভারতের ‘ভিত্তিহীন’ অভিযোগেরও নিন্দা করেন তিনি।
মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে পুলওয়ামা সন্ত্রাসের দায় নেওয়া জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর সবচেয়ে বড় প্রশিক্ষণ ঘাঁটির ওপর বারংবার বোমা ফেলে তা ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনা। এতে প্রচুর জঙ্গি, তাদের প্রশিক্ষক ও শীর্ষ কমান্ডারদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement