এক্সপ্লোর
এবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন রাজীবের, আর্জির কথা জানিয়ে সিবিআইকে নোটিস
সারদাকাণ্ডে গ্রেফতারি এড়াতে তৎপর রাজীব কুমার। আলিপুর আদালতে আগাম জামিনের আর্জি কলকাতার প্রাক্তন সিপির। আদালত সূত্রে খবর, আগামীকাল বেলা ১২টায় শুনানি হবে। সিবিআই সূত্রে খবর, আগাম জামিনের আর্জির নোটিস দিয়েছেন রাজীবের আইনজীবী।
![এবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন রাজীবের, আর্জির কথা জানিয়ে সিবিআইকে নোটিস Saradha case: Rajeev Kumar approaches court seeking anticipatory bail, send notice to CBI এবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন রাজীবের, আর্জির কথা জানিয়ে সিবিআইকে নোটিস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/09/18121549/web-10am-KOL-Rajeev-Kumar-case-UD-vot-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: সারদাকাণ্ডে গ্রেফতারি এড়াতে তৎপর রাজীব কুমার। আলিপুর আদালতে আগাম জামিনের আর্জি কলকাতার প্রাক্তন সিপির। আদালত সূত্রে খবর, আগামীকাল বেলা ১২টায় শুনানি হবে। সিবিআই সূত্রে খবর, আগাম জামিনের আর্জির নোটিস দিয়েছেন রাজীবের আইনজীবী। আজ সিজিও কমপ্লেক্সে আসেন রাজীব কুমারের আইনজীবী। নোটিস পাওয়ার পরই আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই। আগাম জামিনের শুনানি কবে হবে তা জানতে আলিপুর আদালতে পৌঁছেছে সিবিআইয়ের একটি দল।
গ্রেফতারি এড়াতে এর আগে বারাসাতের সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন রাজীব। শুনানির এক্তিয়ার নেই বলে ওই মামলা আলিপুর আদালতে পাঠায় বারাসাত কোর্ট। গতকাল জানায় আলিপুর আদালত বলেছিল, উচ্চ আদালতের নির্দেশ এবং ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তদন্তের স্বার্থে রাজীব কুমারকে গ্রেফতার করতে অসুবিধা নেই।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের আইপিএস আবাসনে গিয়ে সিআরপিসি-র ১৬০ নম্বর ধারায় রাজীব কুমারকে হাজিরার জন্য নোটিস দিয়ে আসে সিবিআই।শুক্রবারই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)