এক্সপ্লোর
Advertisement
UIDAI: ৫ বছরের কমবয়সিদের জন্য চালু হচ্ছে ‘বাল আধার’, জেনে নিন কী করতে হবে
Know how to apply for Baal Aadhaar: আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে যাবতীয় কর্মকাণ্ড মেটানোর পর ৬০ দিনের মধ্যে ‘বাল আধার’ পাওয়া যাবে।
নয়াদিল্লি: পাঁচ বছরের কমবয়সিদের জন্য এবার চালু করা হচ্ছে নীল রঙের ‘বাল আধার’। ইউআইডিএআই-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। কার্ডের রং আলাদা হলেও, শিশুদের জন্য অবশ্য আধার নথিভুক্তির নিয়ম আলাদা কিছু নয়। প্রাপ্তবয়স্কদের মতোই নিকটস্থ আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। তারপরেই শিশুদের দেওয়া হবে আধার কার্ড। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেমন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়, শিশুদের ক্ষেত্রে অবশ্য সেটা করা হবে না।
এবার দেখে নেওয়া যাক, ‘বাল আধার’-এর জন্য কীভাবে আবেদন করতে হবে-
- প্রথমে ইউআইডিএআই-এর ওয়েবসাইট http://www.uidai.gov.in বা https://resident.uidai.gov.in-এ গিয়ে আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর শিশুটির নাম, বাবা-মার ফোন নম্বর, ই-মেল আইডি দিতে হবে।
- ব্যক্তিগত তথ্য দেওয়ার পর বাড়ির ঠিকানা, অঞ্চল, জেলা, রাজ্য, পিন কোড দিতে হবে।
- এরপর আধার কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করার দিন স্থির করতে হবে।
- বাড়ির কাছের কোনও আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে যাওয়া যেতে পারে।
- আধার কেন্দ্রে যাওয়ার সময় ফর্মে উল্লেখ করা তথ্য অনুযায়ী যাবতীয় নথি নিয়ে যেতে হবে। বাবা বা মা, যে কোনও একজনের আধার কার্ডও নিয়ে যেতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement