WB Corona LIVE Updates: রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় ১৬ হাজার, মৃত্যু ৫৭ জনের
ন্যাশনাল মেডিক্যাল কলেজে টিকাকরণ বন্ধ থাকবে ৫দিন

Background
কলকাতা : রাজ্যে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ হাজার। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনার সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন । এই মুহূর্তে রাজ্যে করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৮০৬১ । গত বছর এবং এ বছর এ রাজ্যে মোট করোনায় মৃত্যু ১০ হাজার ৮৮৪ জনের । তার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৯ জনের ।
পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাইরে বেরোনোর ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। এই মর্মে নয়া নির্দেশ রাজ্য সরকারের। মাস্ক না পরলে ও শারীরিক দূরত্ববিধি না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল নবান্ন।
COVID-19 LIVE Updates: ১৬ হাজারের দোরগোড়ায় রাজ্যের দৈনিক সংক্রমণ।
১৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল রাজ্যে দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘম্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ১৫ হাজার ৮৮৯ জন। মৃত্যু হয়েছে ৫৭ জনের। এই সময় ব্যবধানে কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৭৭৯ জন ও ৩ হাজার ১৪০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮ হাজার ৪০৭ জন।
COVID-19 LIVE Updates: অক্সিজেন সিলিন্ডারের মজুতদারির বিরুদ্ধে মানিকতলায় অভিযান ইবি-র
অক্সিজেন সিলিন্ডারের মজুতদারির বিরুদ্ধে অভিযান। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে উদ্ধার ১৫টি খালি সিলিন্ডার। মানিকতলা মেন রোডে একটি গোডাউন থেকে উদ্ধার। ৫২ কেজির ১৩টি, ১৫ কেজির ২টি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার






















