Paresh Rawal : পরেশ রাওয়ালের ভোট-ভাষণে বাঙালিদের মাছভাজা নিয়ে কটাক্ষে ঝড়, ক্ষমা চেয়ে লিখলেন ...
Actor Paresh Rawal Controversy : ' গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?' পরেশের কটাক্ষে ঝড় !
আমদাবাদ: একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও এ রাজ্যের শাসক দলের সব নেতানেত্রীরাই মৃল্যবৃদ্ধি ইস্যুতে বিভিন্ন সভা থেকে বিঁধছেন কেন্দ্রীয় সরকারকে, তখনই গ্যাস সিলিন্ডার প্রসঙ্গে বাঙালিদের বিদ্ধ করলেন অভিনেতা পরেশ রাওয়াল। আর তাই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গুজরাতে বিজেপির প্রচারসভায় এসে বাঙালিদের নিয়ে একটি মন্তব্যে মৎস্য প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ' গ্যাস সিলিন্ডার নিয়ে কী হবে? বাঙালিদের মাছ ভাজার দায়িত্ব দেওয়া হয়েছে নাকি?'
গুজরাতে বিজেপির প্রচারে ভাষণ দিতে গিয়ে এমন বেফাঁস কথা বলে বসেন 'হেরাফেরি' অভিনেতা। এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া কার্যত তোলপাড়। জনরোষের মুখে বিজেপি স্টার-ক্যাম্পেনার। বিতর্কের এমনই তুঙ্গে যে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেন বিজেপি সাংসদ। ফিরিয়ে নিতে কার্যত বাধ্য হলেন তিনি। ট্যুইটারে তিনি লেখেন, ' অবশ্যই মাছ আমার কাছে সমস্যা নয় কারণ গুজরাতিরাও মাছ রান্না করে খায়। কিন্তু আমাকে বাংলা বলতে স্পষ্ট করে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাকে বুঝিয়েছি। কিন্তু তারপরও যদি আমি আপনার অনুভূতি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তবে আমি ক্ষমাপ্রার্থী। 🙏
— Paresh Rawal (@SirPareshRawal) December 2, 2022
Noted, Rawal ji. You have a huge fan base in bengal and we love you. I hope this clarifies it for us all. Appreciate your understanding. Best wishes.
— Initnamees 🇮🇳 (@SeemantiniBose) December 2, 2022
আরও পড়ুন : শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বওয়াবে ড. ফ্রেডি,মুক্তি পেল হাড়হিম করা থ্রিলার
মঙ্গলবার গুজরাতে বিজেপির নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই ভোট-ভাষণে এসেই পড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গ। তখনই বিরোধীদের খোঁচার পাল্টা দিয়ে পরেশ বলেন, ' গ্যাস সিলিন্ডারের দাম বেশি, কিন্তু কমে যাবে পরে । পরে লোকে চাকরিও পাবে।' এখানেই থামেননি তিনি। এরপর উঠে আসে বাঙালি-প্রসঙ্গ। ' মুদ্রাস্ফীতির চাপ গুজরাতিরা সহ্য করতে পারবেন কিন্তু যদি দিল্লির মতো পাশের বাড়িতে যদি রোহিঙ্গা-উদ্বাস্তু বা বাংলাদেশিরা থাকেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন? '
এই মন্তব্যেই ক্ষেপে গিয়েছেন জনতার একাংশ। সোশ্যাল মিডিয়ায় হয়েছে তীব্র সমালোচনা। অবশেষে নিজের কথা ফেরালেন পরেশ।
এদিন, জনপ্রিয় অভিনেতা আম আদমি সুপ্রিমো কেজরিওয়ালকেও টার্গেট করেন। পরেশ রাওয়াল বলেন, উনি ব্যক্তিগত বিমানে আসেন , এরপর রিকশায় বসে থাকেন। আমরা সারাজীবন অভিনয় করেছি, কিন্তু এমন অভিনেতা দেখিনি।