এক্সপ্লোর
স্টারকিড সুবিধা পেলে এতদিন ধরে লড়তে হতো না, মত উদিত নারায়ণ পুত্র আদিত্যের
৩৩ বছরের গায়ক বলছেন, স্টার গায়কের ছেলে হয়ে যে কোনও আলাদা সুবিধা মেলে না সেটা নিজের অভিজ্ঞতা থেকেই দেখতে পেয়েছি।

মুম্বই: নেপোটিজমের মাধ্যমে কি স্টার তৈরি হয়, বোধহয় না। স্টার তৈরি করেন অডিয়েন্সই। অন্তত বলিউেডর খ্যাতনামা উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণকে দেখলে তেমনই মনে হওয়া স্বাভাবিক। গত ২৫ বছর ধরে বলিউডে পায়ের তলায় জমি পাওযার জন্য লড়াই করে যাচ্চেন তিনি। কিন্তু এখনও তেমন মজবুত জায়গা পেলেন কোথায়! অত নামী এক বাবার ছেলে হওয়া সত্ত্বেও এখনও কাজ পাওয়ার জন্য ঘুরে বেড়াতে হয় তাঁকে।
এক সাক্ষাৎকারে সম্প্রতি নিজের লড়াইয়ের কথা এবং মুম্বইয়ে কাজ না পেয়ে দিনের পর দিন কাটানোর কথা বলেছেন তিনি। তাঁর কথাতেই বোঝা যায় পরিস্কারভাবে যে শুধু একজন নামী গায়কের ছেলে হলেই কাজ পাওয়া সহজ হয়ে যায় না। নামী বাবার ছেলেকেও টিনসেল টাউনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হয়। এবং দিনের শেষে দর্শক বা শ্রোতারাই ঠিক করে দেন তাঁরা কাকে গ্রহণ করবেন। মানুষ কিন্তু বিখ্যাত মানুষের ছেলে বলে কাউকে আলাদা জায়গা দিতে চান না, বরং অনেক বেশি গুরুত্ব দেন তাঁদের কাকে ভালো লাগছে সেই বিষয়টিকে। তাই স্টার-কিডকেও লড়াই করেই জায়গা তৈরি করতে হয় বলে মনে করেন আদিত্য নারায়ণ। তিনি বলছেন ‘এমনকী সঞ্জয় লীলা বনশালীর রাম-লীলা ছবিতে তাত্তর-তাত্তর কিংবা ইসকিয়া-ঢিসকিয়া-এর মতো হিট গান গেয়ে ফেলার পরেও তাঁর পথ সুগম হয়নি।
৩৩ বছরের গায়ক বলছেন, স্টার গায়কের ছেলে হয়ে যে কোনও আলাদা সুবিধা মেলে না সেটা নিজের অভিজ্ঞতা থেকেই দেখতে পেয়েছি। লোকে এটা বোঝেন না। অতএব, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্ব সুখ আমার বিশ্বাস!’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
