Air Ticket Prices: নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First, বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার আশঙ্কা
Go First Airways:TAAI জানিয়েছে, প্রথমে বিমানের সমস্ত বুকিং বাতিল। তার পর নিজেদের দেউলিয়া ঘোষণা, এর প্রভাব পড়বে সমগ্র উড়ান পরিষেবার উপরই।
![Air Ticket Prices: নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First, বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার আশঙ্কা Air ticket prices may rise as Go First files for bankruptcy Air Ticket Prices: নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First, বিমানযাত্রা আরও মহার্ঘ হওয়ার আশঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/03/7074d05172af5edaa86bcb30a72ee2fd1683109635815338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: জেট এয়ারওয়েজের পর খাদের কিনারায় আরও এক বিমান সংস্থা। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে Go First. তার প্রভাবে বিমানযাত্রা আরও মহার্ঘ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাভেলস এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI) অন্তত তেমনই মনে করছে (Air Ticket Prices)।
TAAI জানিয়েছে, প্রথমে বিমানের সমস্ত বুকিং বাতিল। তার পর নিজেদের দেউলিয়া ঘোষণা, এর প্রভাব পড়বে সমগ্র উড়ান পরিষেবার উপরই। এতে গুটিকয়েক সংস্থার উপরই পরিবহণের ভার ব্যস্ত হবে। টিকিটের চাহিদা বাড়বে। সেই পরিস্থিতিতে প্রত্যেক সংস্থাই ভাড়া বাড়াবে নিশ্চিত। এতে অসুবিধায় পড়বেন বিমানযাত্রীরাই।
TAAI-এর প্রেসিডেন্ট জ্যোতি ময়াল এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খোলেন। তিনি বলেন, "বিমান পরিষেবায় যুক্ত ক্ষেত্রের জন্য অত্যন্ত খারাপ খবর। এমনিতেই অত্যন্ত অত্যন্ত পলকা একটি ক্ষেত্র। কিংফিশার, জেট এয়ারওয়েজ-এর হাত ধরে কোটি কোটি টাকা ডুবে গিয়েছে আগেই। আরও এক সংস্থা দেউলিয়া ঘোষণা করল নিজেদের। টিকিটের দামে এর প্রভাব গিয়ে পড়বে।"
দীর্ঘ ১৭ বছর ধরে বিমান পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত Go First. অন্তর্দেশীয় বিমানযাত্রার হার যে সময় সর্বোচ্চ স্তরে, সেই সময়ই নিজেদের দেউলিয়া ঘোষণা করল তারা। তাই জ্যোতি বলেন, "গ্রীষ্মের ছুটি পড়ছে। এই সময় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়। এমন সময়েই নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First. তাই টিকিটের দাম ঊর্ধ্বমুখী হবেই। আগামী কয়েক সপ্তাহেই টিকিটের দাম বাড়বে।"
নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে Go First। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানিয়েছে। এ ক্ষেত্রে টিকিটের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। গ্রাহকরা টাকা ফেরত না পেলে ট্রাভেল এজেন্টদেরও তার আঁচ সইতে হবে বলে মত TAAI-এর।
আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?
বিমানের টিকিটে ইনস্যুরেন্সের দাবিতে বহু দিন থেকেই সরব TAAI. গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে, টিকিট বাতিল হলে যাতে টাকা ফেরত যায় গ্রাহকদের অ্যাকাউন্টে, তার জন্যই এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ দাবি করে আসছে তারা। কিন্তু দেউলিয়া হয়ে যাওয়া বিমান সংস্থার ক্ষেত্রে আজও সেই নিয়ম প্রযোজ্য হয়নি। TAAI-এর মোট সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৮০০। ২৬ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত গ্রীষ্মকালীন ছাড়ের মরশুম। এমন পরিস্থিতিতে Go First নিজেদের দেউলিয়া ঘোষণা করায় অশনি সঙ্কেত দেখছেন অনেকেই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)