এক্সপ্লোর
Advertisement
বোন শাহিনের ডিপ্রেসনের সঙ্গে লড়াইয়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আলিয়া ভট্ট
বোন শাহিন ভট্টকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। মুম্বইয়ে এ মহিলাদের একটি সেমিনারে বোন শাহিনের সঙ্গে যোগ দিয়েছিলেন আলিয়া। এই সময়ই শাহিনের ডিপ্রেসনের কথা বলতে গিয়ে তাঁর চোখের জল বাঁধ মানল না। আলিয়াকে কাঁদতে দেখে তাঁকে সান্ত্বনা দিলেন শাহিন।
নয়াদিল্লি: বোন শাহিন ভট্টকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। মুম্বইয়ে এ মহিলাদের একটি সেমিনারে বোন শাহিনের সঙ্গে যোগ দিয়েছিলেন আলিয়া। এই সময়ই শাহিনের ডিপ্রেসনের সঙ্গে লড়াইয়ের কথা বলতে গিয়ে তাঁর চোখের জল বাঁধ মানল না। আলিয়াকে কাঁদতে দেখে তাঁকে সান্ত্বনা দিলেন শাহিন।
উল্লেখ্য, শাহিন ও আলিয়া চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্ট ও সোনি রাজদানের মেয়ে। প্রায় ১২ বছর বয়সে ডিপ্রেশনের শিকার হয়ে পড়েছিলেন শাহিন। ওই সময় শাহিনকে ডিপ্রেসনের বিরুদ্ধে লড়াই করতে এবং তা থেকে বেরিয়ে আসতে শাহিনকে সাহায্য করেছিলেন।View this post on Instagram
কয়েকদিন আগেই আলিয়া ইনস্টাগ্রামে শাহিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি ছোটবেলার দুটি ছবি শেয়ার করে একটা দীর্ঘ পোস্ট লিখেছিলেন। আলিয়ার আগামী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ এখন মুক্তির অপেক্ষায়। এই সিনেমার নির্দেশক অয়ন মুখার্জী। এই সিনেমায় রণবীর কপূর ও আলিয়ার সঙ্গে অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়ের মতো তারকাদেরও দেখা যাবে। আগামী বছর এই সিনেমা মুক্তি পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement