নৌশেরায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে নিহত এক সেনা অফিসার, ত্রালে খতম ৩ জয়েশ জঙ্গি
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ৫০০ মিটারের মধ্যে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময় হয়।

শ্রীনগর: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারালেন এক জওয়ান। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার ৫০০ মিটারের মধ্যে সেনা ও জঙ্গিদের গুলি বিনিময় হয়। তাতে প্রাণ হারান সেনার ওই জুনিয়র কমিশনড অফিসার(জেসিও)। জঙ্গিদের উপস্থিতি টের পেতেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। শেষ খবর মেলা পর্যন্ত, গুলি বিনিময় চলছে। অন্যদিকে, ত্রালে, সেনা-জঙ্গি সংঘর্ষে খতম তিন জঙ্গি। নিহতরা সকলেই জয়েশ-ই-মহম্মদ গোষ্ঠীর বলে অনুমান সেনার। এদের মধ্যে ২ জন বিদেশি বলেও সন্দেহ করা হচ্ছে। নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা করছে নিরাপত্তাবাহিনী। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করে গোলাগুলি চালায় পাকিস্তান। পাক বাহিনীর গোলাগুলির শিকার হয়ে নিহত হন ২ জওয়ান। মৃত্যু হয় এক সাধারণ নাগরিকেরও। আরও তিনজন আহত হন। এর ঠিক পরই, তাংধরের ঠিক ওপারে গজিয়ে ওঠা জঙ্গি লঞ্চপ্যাড লক্ষ্য করে শেলিং করে ভারত। তাতে অন্তত ২২ জন জঙ্গি খতম হয়েছে বলে সূত্রের খবর। সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানান, ভারতের প্রত্যাঘাতে ৬-১০ পাক সেনা জওয়ানেরও মৃত্যু হয়। এর আগে, গত ২০ তারিখ বারামুল্লা ও রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় বিনা প্ররোচনায় সংঘর্ষচুক্তিভঙ্গ করে গোলাগুলি বর্ষণ করেছিল পাকিস্তান। সেই ঘটনাতেও ২ ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল।






















