অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন: স্বেচ্ছাসেবকের মৃত্যু ব্রাজিলে, থামছে না ট্রায়াল প্রক্রিয়া
ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে তারা সন্দিগ্ধ নয়, জানিয়েছে সংস্থা
কলকাতা: অ্যাস্ট্রজেনেকার কোভিড-১৬ ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবকের মৃত্যু যদিও, সংস্থার দাবি, ওই স্বেচ্ছাসেবক কোনও ভ্যাকসিন নেননি। তবে, ওই স্বেচ্ছাসেবকের নাম গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, স্বেচ্ছাসেবকের মৃত্যুর কথা সোমবারই জানা গিয়েছে। ট্রায়ালের সুরক্ষা তদারকির দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক কমিটির তরফে একটি আংশিক রিপোর্টও পাঠানো হয়েছে। ওই কমিটির সুপারিশ, ট্রায়াল প্রক্রিয়া চলা উচিত। এখনই বন্ধ করার প্রয়োজন নেই।
অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই বিষয়ে কোনও মন্তব্য করবে না। যদিও, ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে তারা সন্দিগ্ধ নয়। সংস্থা যোগ করে, ব্রাজিল প্রশাসন ভ্যাকসিনের ট্রায়াল প্রক্রিয়া বন্ধ করার সুপারিশ করেনি।
তবে, ব্রাজিলে ওই স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর চাউর হতেই, আমেরিকায় সংস্থার আমানতে ধস নামে। পরে, যদিও ট্রায়াল চালু থাকায় সেই ক্ষতি অনেকটা কাটিয়ে উঠেছে অ্যাস্ট্রাজেনেকা।