Hoshiarpur News: প্রবল জলের স্রোতে ভেসে গেল বরযাত্রীর গাড়ি, মৃত একই পরিবারের কমপক্ষে ৯ সদস্য
Punjab News: প্রবল জলস্রোতে ভেসে গেল বরযাত্রী বোঝাই একটি গাড়ি। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের হোসিয়ারপুরে।
হোসিয়ারপুর: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) উনা জেলা থেকে পাঞ্জাবের (Punjab) হোসিয়ারপুর (Hoshiarpur) জেলা বরযাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। কিন্তু, হিমাচলপ্রদেশ ও পাঞ্জাবের সীমান্তে অবস্থিত হোসিয়ারপুর জেলার জেজো খাদ গ্রামের থালিওয়াল-মাহিলপুর রোডে বন্যার জেরে প্রবল জলস্রোতে ভেসে গেল গাড়িটি। এর ফলে ওই গাড়িতে থাকা ১২ জন যাত্রীর মধ্যে একই পরিবারের কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই গাড়িতে থাকা আরও ২ জন। গাড়িতে থাকা এক যুবক সাঁতার কেটে কোনওরকম ভাবে পাড়ে উঠে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।
এপ্রসঙ্গে হিমাচল প্রদেশের উনার তহশিলদার শিখা রানা বলেন, "একই পরিবারের ১১ থেকে ১২ জন ওই গাড়িতে করে যাচ্ছিলেন। এখনও পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করে পাঞ্জাব পুলিশের সাহায্যে হোসিয়ারপুরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একজন ব্যক্তি বেঁচে আছেন তার চিকিৎসা চলছে। এক থেকে ২ জন এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।"
#WATCH | Una, Himachal Pradesh: Several people died after their car was washed away on the Tahliwal- Mahilpur Road.
— ANI (@ANI) August 11, 2024
Una Tehsildar Shikha Rana says, "... 11-12 people of the same family were travelling in the car... 8 bodies have been recovered and sent to Hoshiarpur for… pic.twitter.com/NRm54EKOUQ
এদিকে এই দুর্ঘটনার খবর পেতেই টুইট করে মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন যুবক কোনওরকমে পাড়ে উঠে নিজের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে বরযাত্রীর ওই গাড়িটি হোসিয়ারপুরের মহলপুর এলাকায় একটি বিয়েবাড়িতে যাচ্ছিল। স্থানীয় প্রশাসনের তরফে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রয়েছে।"
ऊना ज़िले के देहलां गांव के निवासी लगभग 9 लोगों के जेजो (हिमाचल- पंजाब बॉर्डर) के पास तेज पानी के बहाव के कारण हादसे का शिकार होने की ख़बर अत्यंत दुःखद है।
— Sukhvinder Singh Sukhu (@SukhuSukhvinder) August 11, 2024
मैं स्थानीय प्रशासन के संपर्क में हूँ। राहत और बचाव कार्य जारी है। प्रभावित परिवारों को हर संभव सहायता देने के निर्देश दिए…
প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতরা সবাই মহলপুরের কাছে অবস্থিত দেহলানের বাসিন্দা। তাদের নাম হল দীপক, সুরজিৎ, স্বরূপ চাঁদ, বিন্দর, শিন্নো, ভাবনা, পরমজিৎ কৌর, অঞ্জু ও হরমিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।