Ayodhya Ram Mandir LIVE: রাম মন্দিরের উদ্বোধনের দিনে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা
Pran Pratishta Ceremony LIVE আজ রামলালার প্রাণপ্রতিষ্ঠা। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
LIVE
Background
আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত।
বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত মাহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ষোড়শ উপচারে দিলেন পুজো। পুষ্পাঞ্জলির পর করলেন আরতি।
এদিন মোদির বার্তা, 'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত। রামলালা আর তাঁবুতে নয়, মন্দিরে থাকবেন। অনেক কিছু বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। বহু শতাব্দী পরে এই কাজ পূরণ করতে পারলাম। ২২ জানুয়ারি ক্যালেন্ডারের তারিখ নয়, নতুন কালের শুরু', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী ।
Ram Jyoti: জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা
অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিন জনকপুরে আড়াই লক্ষ তেলের প্রদীপ জ্বালালেন ভক্তরা।
Nepal: Devotees light 2.5 lakh oil lamps in Janakpur to celebrate Pran Pratishtha at Ram Temple in Ayodhya
— ANI Digital (@ani_digital) January 22, 2024
Read @ANI Story | https://t.co/U02ZJYsE39#Nepal #Janakpur #RamTemple #RamMandirPranPrathistha #AyodhaRamMandir pic.twitter.com/6eUF9upNu6
Ram Mandir : দেশজুড়ে রাম-নাম
দেশজুড়ে রাম-নাম। পিছিয়ে নেই বঙ্গও। অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে তারাপীঠ মন্দিরে বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। দমদমে আয়োজন করা হয় কলস যাত্রার। শিয়ালদামুখী লোকাল ট্রেনে বিলি করা হয় লাড্ডু।
Modi On Ram Temple :'আর আমরা থামব না..', রামমন্দিরের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
'আর আমরা থামব না, এবার উন্নয়নের শিখরে পৌঁছেই থামব', রামমন্দিরের উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী।
PM Modi On Ram Jyoti: নিজ বাসভবনে 'রাম-জ্যোতি' জ্বাললেন মোদি
সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এদিন অযোধ্যা থেকে ফিরেই দিল্লিতে নিজ বাসভবনে জ্বালালেন 'রাম-জ্যোতি।' ইতিমধ্যেই সেই মুহূর্তের ছবি ট্যুইট করে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।
Modi On Ram Temple :'..একটা অলৌকিক মুহূর্ত', বললেন মোদি
'বহু শতাব্দীর অপেক্ষার পর রাম এলেন আমাদের মাঝে। এই মুহূর্ত একটা অলৌকিক মুহূর্ত', অযোধ্যায় নতুন রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বললেন প্রধানমন্ত্রী।