Balurghat News: ভুল চিকিৎসায় বিজেপি নেত্রীর মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ বালুরঘাট হাসপাতালে
BJP Agitation In Balurghat: ভুল চিকিৎসায় মহিলা নেত্রীর মৃত্যুর অভিযোগ জানিয়ে মঙ্গলবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি। হাসপাতাল সুপারের পদত্যাগের দাবিও করেছে তারা।
মুন্না আগরওয়াল, বালুরঘাট: ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে বিজেপির মহিলা মোর্চার মণ্ডল সভাপতির। এই অভিযোগ তুলে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাসপাতালে (Balurghat Hospital) তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা (BJP Agitation)। বিজেপির নেত্রীর মৃত্যুর জেরে বালুরঘাট হাসপাতালের সুপারের পদত্যাগও দাবি করেন তাঁরা। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পেটে যন্ত্রণার জেরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার এক নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভাপতি বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরামের বাসিন্দা মামনি বর্মণ। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন হাসপাতালের চিকিৎসকদের গিয়ে ডাকেন। অভিযোগ ডাকার বেশ কিছুক্ষণ পর চিকিৎসক যখন মামণি বর্মণকে দেখতে আসেন ততক্ষণ ওই বিজেপি নেত্রীর মৃত্যু হয়েছে। এই খবর পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপির স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা। দলে দলে হাসপাতালে এসে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ভুল চিকিৎসার ফলে মামনি বর্মণের মৃত্যু হয়েছে এই অভিযোগ জানিয়ে হাসপাতালে সুপারের পদত্যাগ দাবি করতে থাকেন।
মামনি বর্মণের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, ভুল ইঞ্জেকশন দেওয়ার পাশাপাশি চিকিৎসক দেরিতে আসার কারণে ওই বিজেপি নেত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের এই অভিযোগের জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপির নেতা, কর্মী ও সমর্থকরা। প্রথমে মহিলা সার্জিক্যাল বিভাগে বিক্ষোভ দেখান মামনি বর্মণের পরিবারের লোকজন। তারপর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের অফিস ঘেরাও করে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখায় জেলা বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে প্রচুর পুলিশ কর্মী হাসপাতাল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিষয়টিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।