Hooghly: আশাকর্মীর বাড়িতে আগুন! নেপথ্যে কি আবাস যোজনার সমীক্ষার যোগ?
Hooghly News: ঘটনাস্থলে সার দিয়ে পড়ে রয়েছে পোড়া পাটকাঠি। কোথাও থরে থরে পড়ে রয়েছে পোড়া পাটের বান্ডিল।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির বলাগড়ে আশাকর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাইরে থেকে কেউ পাটের গাদায় আগুন ধরিয়ে দিয়েছে বলবে অভিযোগ পরিবারের। নেপথ্যে আবাস যোজনার সমীক্ষার যোগ থাকতে পারে বলেও অভিযোগ উঠেছে। এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থলে সার দিয়ে পড়ে রয়েছে পোড়া পাটকাঠি। কোথাও থরে থরে পড়ে রয়েছে পোড়া পাটের বান্ডিল। হুগলির বলাগড়ে আশাকর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় এখন আতঙ্কের পাশাপাশি এখন জল্পনাও তুঙ্গে।
কেন আগুন?
কে আগুন লাগালো? কেন আগুন লাগালো? এই প্রশ্ন ঘিরেই এখন চলছে জোর চর্চা। সম্প্রতি, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের এক অঙ্গনওয়াড়িকর্মীর রহস্যমৃত্যু হয়। অভিযোগ ওঠে, পাকা বাড়ি থাকা সত্ত্বেও, আবাস যোজনায় সুবিধাপ্রাপকদের তালিকা থেকে নাম যাতে বাদ না যায়, তার জন্য় ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। পরিবারের দাবি, সেই মানসিক চাপ নিতে না পেরেই আত্মঘাতী হয়েছেন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। এর রেশ কাটতে না কাটতেই, এবার গুপ্তিপাড়ায় আশাকর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কী অভিযোগ:
এলাকায় লোকজন তীব্র ক্ষোভ জানিয়েছে এই ঘটনায়। যে আগুন লাগিয়েছে, যিনি বা যাঁরা খুনের চেষ্টা করেছে তাঁদের শাস্তি চেয়েছে। আশাকর্মীর পরিবারের দাবি, প্রতিবেশীর ডাকাডাকিতে ঘুম থেকে উঠে দেখেন, উঠোনে থাকা পাটকাঠি দাউ দাউ করে জ্বলছে। আগুন জ্বলছে পাটের গাদাতেও। তাঁদের অভিযোগ, আবাস যোজনার সমীক্ষার কাজ করছেন, সেই থেকেই এই ঘটনা হতে পারে।
আশাকর্মীর স্বামী সুদাম ঘোষ বলেন, 'আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। স্ত্রী আশাকর্মী। আবাস সমীক্ষার কাজ করছেন। সেই থেকেই এই ঘটনা হতে পারে।' ওই আশাকর্মীর সহকর্মী বলেন, 'সরস্বতীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল। ও তো পুরে মরে যেত এর দায় কে নেবে। আমরা আশা কর্মীরা আবাস সমীক্ষার কাজ করতে চাইছি না।'
এদিন ঘটনাস্থলে যান বলাগড়ের বিডিও। তাঁকে সামনে পেয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন আশাকর্মীরা। বিধবা মা মারা গেছেন, তাঁর ছেলে সুন্দর বাড়ি ঘর করে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের বলছে ওই বাড়ি ঘর তুলবেন না। বলছে টিনের ঝাপ দিয়ে রেখেছে রাস্তার পাশে, বলছে, এই ঝাপটা তুলুন। এমনই অভিযোগ করেন আশাকর্মীরা।
আশাকর্মীর বাড়িতে আগুন লাগার ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। উল্টোদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আগুন লাগার ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: 'বেশি কিছু বলব না, কারণ বলার জন্য তো...', কাকে ইশারা করলেন জয়া?