Asansol Water Crisis: তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের
Kulti News: কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২২টি ওয়ার্ডে লোকসভা ভোটের ফলে এগিয়ে রয়েছে বিজেপি। তাই তৃণমূল পরিচালিত পুরসভা ওই এলাকাগুলিতে জল বন্ধ করেছে বলে অভিযোগ।
কুলটি: আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol Loksabha) বিজেপি প্রার্থী সুরিন্দার সিং আলুওয়ালিয়াকে হারিয়ে ফের জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। কিন্তু, ফলাফল প্রকাশের পর দেখা যায় কুলটি (Kulti) বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে এগিয়ে রয়েছে বিজেপি (BJP)। আর তৃণমূল (TMC) এগিয়ে মাত্র ৬টি ওয়ার্ডে। এরপরই তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে কুলটি বিধানসভার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে সেই সমস্ত এলাকায়।
বিজেপির অভিযোগ, ভোটে পিছিয়ে থাকার প্রতিশোধ নিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরসভা ইচ্ছা করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ জানিয়ে বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী বরাকরের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা-কর্মীরা। এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। এর জেরে ব্যাপক যানজট দেখা দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টা পরে পথ অবরোধ তুলে নেয় বিজেপি।
আরও পড়ুন: Coochbehar News: "বিজেপি যেন সন্ত্রাসের কথা না বলে", কটাক্ষ কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বাসুনিয়ার
কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের অভিযোগ, লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পর দেখা যায় কুলটি বিধানসভার অন্তর্গত আসানসোল পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এরপর থেকেই ওই ওয়ার্ডগুলিতে ইচ্ছা করে জল বন্ধ করে তীব্র সঙ্কট তৈরি করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরসভা। তার প্রতিবাদ জানাতেই আজ পথ অবরোধ করা হয়েছিল। আগামীতে এই সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।
আসানসোলের বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারি জানান, আসানসোল পুরসভার অন্তর্গত কুলটি বিধানসভার বেশিরভাগ ওয়ার্ডে তৃণমূল হেরেছে। সেই কারণে ওরা পানীয় জলের সংযোগ বন্ধ করে দিয়েছে। আগে জলের ট্যাঙ্কার পাঠাচ্ছিল। এখন তাও পাঠানো বন্ধ করে দিয়েছে।
যদিও কুলটির বিজেপি বিধায়কের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। বিদ্যুতের সমস্যা থাকায় কোথাও কোথাও জল সরবারহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিজেপি ইচ্ছা করে পথ অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Malda News: ওয়ার্ডে পিছিয়ে TMC, এবার থেকে বিজেপির কাছে যাওয়ার পরামর্শ দিয়ে পোস্টার মালদায়