এক্সপ্লোর
বর্ধমানে অভিষেকের মুখোশ পরে যুব তৃণমূল কর্মীদের কেক ও কম্বল বিতরণ, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা
বড়দিনে দুঃস্থদের মধ্যে বিলি করা হচ্ছে কেক ও কম্বল।কিন্তু যাঁরা বিলি করছেন, সকলের মুখেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মুখোশ।
![বর্ধমানে অভিষেকের মুখোশ পরে যুব তৃণমূল কর্মীদের কেক ও কম্বল বিতরণ, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা West Bengal Assembly election 2021 TMC youth wing distributes cake and blanket to needy people wearing mask of Abhishek Banerjee in Burdwan বর্ধমানে অভিষেকের মুখোশ পরে যুব তৃণমূল কর্মীদের কেক ও কম্বল বিতরণ, তুঙ্গে তৃণমূল-বিজেপি তরজা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/27013308/ebrd-tmc-abhisekh-mask.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ব বর্ধমান: বড়দিনে দুঃস্থদের মধ্যে বিলি করা হচ্ছে কেক ও কম্বল।কিন্তু যাঁরা বিলি করছেন, সকলের মুখেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া মুখোশ।
শুক্রবার বর্ধমান শহরে তৃণমূলের এই কর্মসূচি নিয়েই এখন শুরু হয়েছে জোর তরজা। শাসকদলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনদরদি ভাবমূর্তিতে আকৃষ্ট হয়েই তাঁর ছবি দেওয়া মুখোশ পরছে যুবসমাজ।
পূর্ব বর্ধমান যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার বলেছেন, প্রতি বছরের মতো এবারেও কেক-কম্বল তুলে দিয়েছি সেবার উদ্দেশ্যে। করোনা আমফান পরিস্থিতিতে যেভাবে অভিষেক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই কারণেই যুব সমাজ তার প্রতি আকৃষ্ট হয়ে মাস্ক পরে বিতরণ করেছে।
অন্যদিকে বিজেপির কটাক্ষ, কোনও মুখোশেই আর কাজ হবে না! তৃণমূলকে পিসি-ভাইপোর কোম্পানি বলে কটাক্ষ করল বিজেপি।
বর্ধমান বিজেপির সম্পাদক শ্যামল রায় বলেছেন, দুঃস্থদের কম্বল বিতরণ করা ভাল বিষয়। কিন্তু দলটি পিসি-ভাইপোর কোম্পানি হয়ে গেছে। অভিষেক স্বাধীনতা সংগ্রামী নন। মুখোশ পরে নেতাকে চেনানো হচ্ছে। কোনও মুখোশে কাজ হবে না। শুক্রবার যে এলাকায় এই কর্মসূচি হয়, সেটি বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৯ এর লোকসভা নির্বাচনে এই আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি।
তবে ১৯-এর ভোটের নিরিখে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)