West Midnapore News: রবিবার স্কুল খুলে পরীক্ষা নেওয়ায় বিতর্ক, কাঠগড়ায় প্রধান শিক্ষক
সোমবার থেকে প্রায় দেড়মাস বন্ধ থাকবে স্কুল। এই পরিস্থিতিতে গরমের ছুটির আগের দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একটি স্কুলে নেওয়া হল পরীক্ষা।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: কাল থেকে শুরু গরমের ছুটি (Summer Vaccation)। তাই রবিবার স্কুল খুলে নেওয়া হল ইউনিট টেস্ট। নিয়ম ভেঙে স্কুল খুলে বিতর্কে জড়ালেন গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। বিষয়টিতে সরকারি নির্দেশ অমান্যের মতো অভিযোগ তুললেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ।
রবিবার স্কুলে খুলে পরীক্ষা পড়ুয়াদের: অসহ্য গরমে পড়ুয়াদের স্বস্তি দিতে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সোমবার থেকে প্রায় দেড়মাস বন্ধ থাকবে স্কুল। এই পরিস্থিতিতে গরমের ছুটির আগের দিন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের একটি স্কুলে নেওয়া হল পরীক্ষা। নিয়ম ভেঙে রবিবার স্কুল খোলা রাখায় বিতর্কে জড়ালেন গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। উঠল সরকারি নির্দেশ অমান্যের মতো অভিযোগ। রবিবারেও স্কুলে এসে ইউনিট টেস্টে বসতে দেখা গেল পঞ্চম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের। ওই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া সৌমেন ভুঁইয়ার কথায়, “হঠাৎ করেই সরকার ছুটি ঘোষণা করেছে। একটাই পরীক্ষা বাকি ছিল। তাই রবিবার পরীক্ষা হয়েছে। আমাদের কোনও অসুবিধা হয়নি।’’
কিন্তু রবিবার স্কুল খোলা রাখা হল? নারায়ণগড়ে জি এম এস এস শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক উত্তম মোহান্তি বলেন, “সরকারের নির্দেশিকা আসে কাল থেকে গরমের ছুটি। পরীক্ষার একদিন বাকি ছিল। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথা বলে আমরা আজ পরীক্ষা নিলাম।‘’ ওই স্কুলের পড়ুয়ার এক অভিভাবক বলেন, “একটাই পরীক্ষা বাকি ছিল। দেড়মাস গরমের ছুটি। পরীক্ষা না নিলে আটকে থাকবে। তাই আমাদের মতামত নিয়েই প্রধান শিক্ষক আয়োজন করেছেন। রবিবার স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়ার বিষয়টি ঘিরে ইতিমধ্যেই জল ঘোলা হতে শুরু করেছে।’’
নারায়ণগড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অনাদি বারিক বলেন, “ছুটির দিনে স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়া উচিত হয়নি। এটা করে তিনি প্রমাণ করতে চাইছেন অ্যান্টি গর্ভমেন্ট। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেব। আশা করি শিক্ষা দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’ বিষয়টি নিয়ে পশ্চিম মেদিনীপুরের স্কুল পরিদর্শক চাপেশ্বর সর্দারকে একাধিকবার ফোন করা হলেও তাঁর প্রতিক্রিয়া মেলেনি। রবিবার পরীক্ষা নেওয়া হলেও, স্কুল কর্তৃপক্ষের তরফে সোমবার থেকে গরমের ছুটির বিষয়টি মাইকে ঘোষণা করা হয়েছে।