Bihar Election Result 2025: 'ঐতিহাসিক জয়..', বিহারে গেরুয়া ঝড়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে কী লিখলেন ?
Bihar Election Result 2025 Modi Reactions: এসআইআরের টেস্ট কেসেই এনডিএর বাজিমাত , অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: বিহারে নীতীশ সাইক্লোনে উড়ে গেল RJD-কংগ্রেস-বামেদের মহাজোট। এসআইআরের টেস্ট কেসেই এনডিএর বাজিমাত। এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রী বলেন, ' সুশাসন ও উন্নয়নের জয় হয়েছে। সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। পঁচিশের নির্বাচনে এনডিএ-কে ঐতিহাসিক জয় এনে দেওয়ার জন্য বিহারের মানুষকে কৃতজ্ঞতা জানাই। এটা জনগণ এবং বিহারবাসীর সেবা করার জন্য আমাদের নতুন শক্তি এনে দিয়েছে।'
Good governance has won.
— Narendra Modi (@narendramodi) November 14, 2025
Development has won.
Pro-people spirit has won.
Social justice has won.
Gratitude to each and every person of Bihar for blessing the NDA with a historical and unparalleled victory in the 2025 Vidhan Sabha elections. This mandate gives us renewed…
আরও পড়ুন, বিহারে ভোটের ফলের দিনই বাংলার ভোটপ্রস্তুতি, EVM পরীক্ষার জন্য বৈঠক ডাকল নির্বাচন কমিশন
তিনি আরও বলেন, আগামী বছরগুলিতে আমরা বিহারের উন্নয়ন জন্য আর বেশি কাজ করব। NDA রাজ্যে সর্বাত্মক উন্নয়ন এনেছে। জনগণ আমাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আমাদের ট্র্যাক রেকর্ড ও রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকে স্বীকৃতি দিয়েছে। এই বিশাল জয়ের জন্য আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে অভিনন্দন জানাই। NDA পরিবারের সহযোগী চিরাগ পাসওয়ান, জিতন রাম মাঝি, উপেন্দ্র কুশওয়াহাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।'
I appreciate every NDA Karyakarta for the hardwork they’ve put in over the recent months. They have worked among the people, explained our development agenda and even countered the lies of the Opposition. They are remarkable indeed!
— Narendra Modi (@narendramodi) November 14, 2025
বিহারে বিজেপি ও জেডিইউ জোটের ল্যান্ড স্লাইড ভিকট্রির পর উল্লাসে মাতলেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলি ধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্টলেকের অফিস, দুই জায়গাতেই দেখা গেল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাক-ঢোল বাজিয়ে নাচানাচি, আবির খেলা- বাদ গেল না কিছুই। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী।
তবে প্রশ্ন উঠল, বিহারের পর কি বাংলা? বিহার হয়ে গেল।এবার পশ্চিমবঙ্গ।বিহারে কংগ্রেস-আরজেডিক 'মহাগঠবন্ধন'কে হেলায় হারাল নীতীশ-বিজেপি জোট। এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনের এই ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপির রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বা-দিকে! বিহারের এই বিপুল জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও।






















