এক্সপ্লোর
সেনাকে কাজে লাগায়, তার বলিদানকে ভোট পেতে হাইজ্যাক করে বিজেপি! তোপ মেহবুবার
রাজ্যে সামনেই ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচন। তার মুখেই মেহবুবার এই ট্যুইট।

নয়াদিল্লি: সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে বিপুলসংখ্যক সেনা মোতায়েনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ মেহবুবা মুফতির। পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি) সভানেত্রীর অভিযোগ, শাসক বিজেপি বাহিনীকে ব্যবহার করছে, ভোট পাওয়ার জন্য তার অবদানকে হাইজ্যাক বা ছিনতাই করছে!
BJP uses the Jawan card & hijacks their sacrifices to get votes. But truth is that if Kashmiris are treated as cannon fodder, troops have become pawns to contain unrest in the valley. The ruling party doesn’t care about jawans or Kashmiris. Sole concern is winning elections
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 10, 2019
রাজ্যে সামনেই ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচন। তার মুখেই মেহবুবা ট্যুইট করেছেন, কাশ্মীরে ৯ লক্ষ সেনা জওয়ানের উপস্থিতি দেখিয়ে কী করে বোঝানো যায়, সব স্বাভাবিক? পাকিস্তান থেকে শীঘ্রই হামলা হবে বলে কিন্তু ওদের মোতায়েন করা হয়নি, হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ দমন করার জন্য। সীমান্ত রক্ষাই সেনার প্রাথমিক দায়িত্ব, কিন্তু তার বদলে তাদের বিক্ষোভ গুঁড়িয়ে দিতে ব্যবহার করা হচ্ছে। আরেকটি ট্যুইটে লিখেছেন, বিজেপি জওয়ান কার্ড ব্যবহার করে তাদের বলিদানকে ভোট পেতে হাইজ্যাক করছে। কিন্তু সত্যিটা হল, একদিকে কাশ্মীরিদের কামানের খাবার করা হচ্ছে, আরেকদিকে উপত্যকায় অশান্তি সামলাতে ঘুঁটি করা হয়েছে জওয়ানদের। শাসক দল জওয়ান বা কাশ্মীরি, কারও কথাই ভাবে না। নির্বাচনী বৈতরনী পেরনোই ওদের একমাত্র লক্ষ্য। ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে বিডিসি নির্বাচন। সেদিনই বেলা তিনটে থেকে গণনা। গত ৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর বিডিসি নির্বাচনের মাধ্যমেই রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে চলেছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















