Windshield Cracked Midair : মাঝ আকাশে ভাঙল উইন্ডশিল্ড, আহত পাইলট; ১০ হাজার ফুট নামল বিমান; পরে জরুরি অবতরণ
Plane Mishap: অনলাইনে যে ছবি ছড়িয়ে পড়েছে সেই অনুযায়ী, ভাঙা উইন্ডশিল্ডে পোড়া দাগ দেখা গেছে। এক পাইলটের হাতেও আঘাতের চিহ্ন।

মাঝ আকাশে ভাঙল উইন্ডশিল্ড। আহতও হলেন এক পাইলট। যার জেরে জরুরির অবতরণ হল ডেনভার থেকে লস অ্যাঞ্জেলেসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানের। ঘটনাটি ঘটে ১৬ অক্টোবর। UA1093 বিমানে ছিলেন ১৪০ জন যাত্রী এবং ক্রু। যখন বিষয়টি ধরা পড়ে তখন বিমানটি ৩৬,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।
রিপোর্ট অনুযায়ী, সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণের আগে বিমানটি ২৬,০০০ ফুট উচ্চতায় নেমে আসে। যাত্রীদের পরে আরেকটি বিমান, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯-এ পুনরায় বুকিংয়ের ব্যবস্থা করা হয় এবং ছয় ঘণ্টা দেরি করে লস অ্যাঞ্জেলসে পৌঁছায়।
বিমান চলাচলের সময় উইন্ডশিল্ডে ফাটল দেখতে পাওয়া বিরল ঘটনা হলেও, এরকম মাঝেমধ্যে হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে এই ঘটনার কারণ এবং পাইলটের আঘাত পাওয়ার বিষয়টি অস্বাভাবিক ঠেকেছে। অনলাইনে যে ছবি ছড়িয়ে পড়েছে সেই অনুযায়ী, ভাঙা উইন্ডশিল্ডে পোড়া দাগ দেখা গেছে। এক পাইলটের হাতেও আঘাতের চিহ্ন। এর অর্থ হল এটি কোনও নিয়মিত পরিকাঠামোগত সমস্যা ছিল না। বিমানটি সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল যখন ক্রুরা বিষয়টি দেখতে পান এবং ফিরে আসার সিদ্ধান্ত নেন। পাইলটরা দ্রুত জরুরি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপদে অবতরণ করেন বিমানটির।
এদিকে সোমবার ভোরে হংকং বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল একটি কার্গো বিমান। ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হংকং বিমান-বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা বিমানটি ভোর সাড়ে ৩ টে নাগাদ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময়ই ঘটে দুর্ঘাটনাটি। Hong Kong Airport
দুর্ঘটনার পর বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরে কর্মরত গাড়ির দুইজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে এশিয়ার অন্যতম ব্যস্ততম হংকং বিমানবন্দরের উত্তর রানওয়ে, যেখানে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ওই বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে থেকে অপারেশন চলছে।
বোয়িং ৭৪৭ মালবাহী বিমানটি তুর্কি বিমান পরিবহন সংস্থা AirACT-এর বিমান যা এমিরেটস স্কাইকার্গোর উড়ান। যার ফ্লাইট নম্বর EK9788। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর হংকংয়ের অসামরিক বিমান চলাচল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বিমান সংস্থা এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।























