‘বাংলায় থাকলে, বাংলা পড়তে হবে’, দশম শ্রেণি পর্যন্ত আবশ্যিক বাংলা, বেসরকারি স্কুলের সঙ্গে বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী
কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুলগুলিতে দশম শ্রেণি পর্যন্ত আবশ্যিক হচ্ছে বাংলা ভাষা। বুধবার বেসরকারি স্কুলগুলির সঙ্গে বৈঠকে ফের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, আমরা নেক্সট ইয়ার থেকে করে দিচ্ছি। ক্লাস টেন অবধি বাংলা পড়তে হবে। তিনটে ভাষা পড়তেই হবে। তার মধ্যে একটা বাংলা থাকবে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ভাষা-নীতি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বলেছিলেন, প্রথম থেকে দশম শ্রেমি পর্যন্ত পড়তে হবে তিনটি ভাষা। তার মধ্যে থাকতেই হবে বাংলা। রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও রাখতে হবে বাংলা পড়ার সংস্থান। শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রথম ভাষা হিসেবে বাংলা বা হিন্দি, ইংরেজি, উর্দু, গুরুমুখী, নেপালি, অলচিকি ভাষা চয়ন করা যাবে। কিন্তু, এই ভাষাগুলি দ্বিতীয় ও তৃতীয় ভাষা হলে সেক্ষেত্রে একটি বাংলা হতে হবে। বাকি ২টি নিজের মতো রাখা যাবে। বুধবার বেসরকারি স্কুলের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের উদ্দেশ্যও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আঞ্চলিক ভাষা পড়বে না? আমরা চাই ইংরেজি পড়ুক। থার্ড ল্যাঙ্গোয়েজ বাংলা পড়াবেন। তবে এ ক্ষেত্রে একটি সমস্যার কথা উল্লেখ করেন রামমোহন মিশন স্কুলের অধ্যক্ষ। তিনি বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। তারপর দু’টো ভাষা আছে। তিনটে হলে কী করা যায়? শুনে সমাধানও বাতলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, স্কুলের পরীক্ষায় রেখে দিন বোর্ডে দেবেন না। এ নিয়ে শিক্ষামহলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শিক্ষাবিদদের একাংশের প্রশ্ন, বোর্ডের পরীক্ষায় না থাকলে স্রেফ একটি ভাষা হিসেবে বাংলাকে রাখা কতটা যুক্তিযুক্ত? যদিও, শিক্ষাবিদদের অপর অংশের মতে, তামিলনাড়ু, কেরল, কর্ণাটকের মতো রাজ্যেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পায়। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষাকে তেমনই গুরুত্ব দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।