![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
WB News: ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে সন্দেশখালিতে ঝাঁটা হাতে মিছিল রেখা পাত্রের
ABP Ananda Live: ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্য, প্রতিবাদে সন্দেশখালিতে ঝাঁটা হাতে মিছিল রেখা পাত্রের। বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্য বিতর্ক , কমিশনে নালিশ বিজেপির। উপনির্বাচনের আগে কমিশনের কাছে ফিরহাদের বিরুদ্ধে নালিশ বিজেপির। ফিরহাদ হাকিমকে সেন্সর করুক কমিশন, দাবি বিজেপির ।
আরও খবর, এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
![Bangladesh News: ভারতে এসে নাম ভাঁড়িয়ে, পাসপোর্ট-আধার ! কেন নাম-পরিচয় লুকিয়ে শহরে ঘাঁটি ? | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/01/f8daf3919a8e991afbdb24b15d82eab41733028077165894_original.png?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)