খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দেখা করে দাবি হাসিনের
কলকাতা: মহম্মদ শামির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন স্ত্রী হাসিন জাহান। অবশেষে দেখা পেলেন। শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন হাসিন। দুপুর ২ টো ২০ নাগাদ সেখানে পৌঁছন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর মিনিট দশেক কথা হয় বলে বিধানসভাসূত্রে খবর। সামির বিরুদ্ধে তাঁর অভিযোগের কথা জানান হাসিন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন। তাঁর অভিযোগের কথা লিখিত বক্তব্য হিসেবেও নিয়ে যান। সূত্রের খবর, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আইন আইনের পথে চলবে। এরপর পৌনে তিনটে নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে যান হাসিন।
এদিকে, বোর্ডের দুর্নীতি দমন শাখার ক্লিনচিট পাওয়ার পর মহম্মদ শামি বলছেন, আইপিএলে ফোকাস করতে চান। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি ভারতীয় পেসারের। বৃহস্পতিবারই আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তে মহম্মদ শামিকে ক্লিনচিট দেয় বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। তিনি গড়াপেটায় যুক্ত নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নীরজ কুমারের দুর্নীতি দমন শাখা। তবে, শামির বিরুদ্ধে আনা নির্যাতন, পারিবারিক হিংসা-সহ অন্যান্য অভিযোগগুলির তদন্ত চালাচ্ছে লালবাজার। এই অভিযোগগুলি তাদের তদন্তের এক্তিয়ারে পড়ে না বলে আগেই জানিয়ে দিয়েছিল বোর্ড।