জাল চিকিৎসককাণ্ডে অরোদীপ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু
কলকাতা: জাল ডাক্তারকাণ্ডে ধৃত অরোদীপ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নয়া মামলা। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি, এবার তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। মঙ্গলবার লেকটাউন থানায় এফআইআর করেন কৌশিক দাস নামে হালিশহরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত ২৭ মে মৃত্যু হয় কৌশিকের বাবা ক্যান্সার আক্রান্ত বিষ্ণুপদ দাসের। অভিযোগ, অরোদীপ চট্টোপাধ্যায়ের ভুল থেরাপি প্রয়োগের ফলেই মৃত্যু ত্বরাণ্বিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে লেকটাউন থানার পুলিশ। গত ২৯ জুন অরোদীপ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। এবার দায়ের হল দ্বিতীয় মামলা। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, স্বতঃপ্রণোদিত মামলায় হেফাজতের মেয়াদ শেষ হলে দ্বিতীয় মামলায় ফের অরোদীপকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানানো হবে।