কীসের ভিত্তিতে পুরোহিত ভাতা? রাজ্যের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হাইকোর্টে
রাজ্যে সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত
কলকাতা: পুরোহিতদের ভাতা ও দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান- সেপ্টেম্বর মাসে দুটি ঘোষণাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারের এই দুটি সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে তার শুনানি ছিল।
শুক্রবার পুরোহিতদের ভাতা সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছে, পুরোহিত ভাতা কীসের ভিত্তিতে, কোন যুক্তিতে দেওয়া হবে, তা বুধবারের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে।
গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জানান, সনাতনী দরিদ্র ব্রাহ্মণ পূজারীদের অক্টোবর মাস থেকে ভাতা দেবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এখনও পর্যন্ত একাধিকবার দেখা করেছিল, সমস্যার কথা জানিয়েছিল। অনেকে মন্দিরে পুজো করে। কিন্তু গরিব। সংসার চালানো ..দুষ্কর। সেই আবেদনের ভিত্তিতে সনাতন ব্রাহ্মণদের সাহায্য।
পাশাপাশি, পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গত ২৪ সেপ্টেম্বর। বলেন, করোন আবহে অনেকেই বিজ্ঞাপন পাচ্ছে না। তাই পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা। সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের ৫০ শতাংশ ছাড়।
সরকারের এই জোড়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। পুরোহিতদের ভাতা সংক্রান্ত মামলার শুনানি ছিল এদিন।
আগামী বুধবার দুটি মামলারই পরবর্তী শুনানি।