CISCE Syllabus Reduction: ২০২১ আইসিএসই, আইএসসি-র পরীক্ষার সিলেবাসে ফের কাটছাঁট
এর আগে, গত ৩ জুলাই প্রথমবার সিলেবাস ছাঁটাই করেছিল সিআইএসসিই
নয়াদিল্লি: করোনার জেরে ফের সিলেবাসে কাটছাঁট। কমছে আইসিএসই, আইএসসি-র সিলেবাস। এই নিয়ে দ্বিতীয়বার সিলেবাস ছাঁটাইয়ের পথে গেল কাউন্সিল অফ ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশন (সিআইএসসিই)।
২০২১-এর আইসিএসই-র পরীক্ষার সিলেবাসে কাটছাঁট। ইংরেজি, দ্বিতীয় ভাষা, ইতিহাস, ভূগোল, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশনস ও ইকনমিক অ্যাপ্লিকেশনস-সহ ১৩ বিষয়ে সিলেবাসে কাটছাঁট।
ভার কমছে আইএসসি-র সিলেবাসেরও। ইংরেজি, ইতিহাস, সমাজবিদ্যা, মনস্তত্ত্ব, পদার্থবিদ্যা, গণিত, হিসাবশাস্ত্র, রসায়ন, জীববিদ্যা ও বায়োটেকনোলজি সহ কমছে ২০২১-এ আইএসসি-র ১০ বিষয়ের সিলেবাস।
পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা সচিব জেরি অ্যারাথন জানান, বিভিন্ন শ্রেণির সিলেবাসের মধ্যে একটা ধারাবাহিকতা থাকবে। যে অধ্যায়গুলিকে রাখা হয়েছে, সেগুলির সঙ্গে পরের শ্রেণির সিলেবাসে যোগ রয়েছে।
এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে, গত ৩ জুলাই প্রথমবার সিলেবাস ছাঁটাই করেছিল সিআইএসসিই। এবার ফের একবার সিলেবাস ছাঁটাইয়ের পথে হাঁটল তারা।
Education Loan Information:
Calculate Education Loan EMI