এক্সপ্লোর
বউবাজারে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান, সম্মত মেট্রো কর্তৃপক্ষ, জানালেন মুখ্যমন্ত্রী
কার দোষ কার গুণ বিচারের সময় এখন নয়। তবে বিপর্যয় হলেও কাজ বন্ধ হবে না মেট্রোর। নবান্নে বউবাজার বিপর্যয় নিয়ে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: কার দোষ কার গুণ বিচারের সময় এখন নয়। তবে বিপর্যয় হলেও কাজ বন্ধ হবে না মেট্রোর। নবান্নে বউবাজার বিপর্যয় নিয়ে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ঘরছাড়াদের নতুন বাড়ি। যাঁদের দোকান ছিল তাঁদের নতুন দোকান এবং পরিবার পিছু ন্যূনতম ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী। আর কী কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন। - যাতে আর কোনও সমস্যা না হয় তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে, কারও দোষ গুণ বিচারের সময় এখন নয়। অনেক মানুষ সমস্যায় পড়েছেন। বাড়ির বদলে বাড়ি তৈরি করে দেবে মেট্রো। এব্যাপারে সম্মত হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। - বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত ভাড়া বাড়ির ব্যবস্থা করবে মেট্রো। ৫২টি বাড়ির লোককে সরানো হয়েছে। যার দোকান ছিল, তাদের দোকান করা হবে। - জেম সিনেমার কাছে মেট্রোর একটি বাড়ি আছে। সেই বাড়িতে কিছু লোককে সরানো যেতে পারে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করতে হবে। সবকিছু শেষ না হওয়া পর্যন্ত এককালীন আর্থিক সহযোগিতা করতে হবে। - পরিবারপিছু ন্যূনতম ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। একটা গাইডলাইনের উপর ভিত্তি করেই সব দেখা হবে। মেট্রো সাহায্য থাকলে পাশে আছে রাজ্য সরকার। - একসঙ্গে সবাই যাবে না, এক এক করে ভিতরে যাওয়ার ব্যবস্থা হবে। বউবাজারে বিপর্যয়ের জেরে অন্তত একবছর পিছিয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। তবে রুট পরিবর্তন হবে না। সবরকম সতর্কতামূলক পদক্ষেপের পরই শুরু করা হবে পরের ধাপের কাজ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন মেট্রোর জিএম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















