Coal Smuggling Scam: অনুপ মাঝিকে সাড়ে ৭ ঘণ্টা জেরা সিবিআইয়ের, ১ এপ্রিল ফের হাজিরার নির্দেশ
দীর্ঘ ৪ মাস ধরে তাঁর হদিশ পায়নি সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই তাঁর নাটকীয় আত্মপ্রকাশ। যাদের ডাকে এতদিনে সাড়া দেননি, যারা এতদিন হন্যে হয়েও, তাঁকে খুঁজে বের করতে পারেনি, সেই সিবিআই দফতরে সটান হাজির হলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা।
কলকাতা: এতদিন পর্যন্ত খোঁজ ছিল না তাঁর। কিন্তু মঙ্গলবার সকালে পাল্টে গেল ছবিটা। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পাওয়ার পরেই কয়লাপাচারকাণ্ডে সিবিআইয়ের কাছে হাজির হলেন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সাড়ে ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় সিবিআই। সূত্রের খবর, লালার জবাবে সন্তুষ্ট নয় তদন্তকারীরা। আর তাই ফের ১ এপ্রিল নিজাম প্যালেসে তলব করল সিবিআই।
দীর্ঘ ৪ মাস ধরে তাঁর হদিশ পায়নি সিবিআই। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ মিলতেই তাঁর নাটকীয় আত্মপ্রকাশ। যাদের ডাকে এতদিনে সাড়া দেননি, যারা এতদিন হন্যে হয়েও, তাঁকে খুঁজে বের করতে পারেনি, সেই সিবিআই দফতরে সটান হাজির হলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। কিন্তু, তাঁকে সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদে পরও সন্তুষ্ট হয়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পয়লা এপ্রিল কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে ফের তলব করেছে তারা। মঙ্গলবার সকাল। ঘড়ির কাঁটায় ১১টা বাজতে তখনও ১৫ মিনিট বাকি। সঙ্গে ২ আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে হাজির হন কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সিবিআইয়ের কাছে যে সব তথ্যপ্রমাণ রয়েছে তা সামনে রেখেই লালাকে জিজ্ঞাসাবাদ হয়। সিবিআই সূত্রে খবর, কতদিন ধরে কয়লার কারবার চলছে? পুলিশ অফিসারদের কারা এর সঙ্গে জড়িত? কোন কোন প্রভাবশালীদের কাছে এর টাকা পৌঁছেছে ? লালাকে সামনে পেয়ে এসব প্রশ্নই করা হয়েছে। কিন্তু, তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি বলে সিবিআই সূত্রে দাবি। কখনও সুকৌশলে জবাব এড়িয়েছেন। কখনও নীরব থেকেছেন বহু প্রশ্নে। এদিন নিজাম প্যালেস থেকে বেরোনোর সময়ও সাংবাদমধ্যমের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন কয়লাকাণ্ডে অভিযুক্ত। সম্প্রতি সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানায়, লালাকে ৬ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করা যাবে না। এরপরই অন্তরাল ছেড়ে প্রকাশ্যে এলেন তিনি।