Adhir Chowdhury: লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী
Adhir Chowdhury Suspended: অধীর সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদ সাসপেন্ড।
নয়াদিল্লি: এবার লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী। স্মোককাণ্ডে লোকসভায় হট্টগোলের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। সংসদে হানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে লোকসভায় হট্টগোল করেন বিরোধীরা। অধীর সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ৩৩ জন বিরোধী সাংসদ সাসপেন্ড।
সাসপেন্ড অধীর চৌধুরী: ১৩ ডিসেম্বর, লোকসভা চলাকালীন সেখানে ঢুকে, হলুদ ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দেন ২ যুবক। এনিয়ে, হুলস্থুল বেধে যায়। ঠিক সেই সময়, সংসদের বাইরে ২ জনকে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁরাও ধোঁয়া ছড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। সংসদে 'স্মোক' অ্যাটাকের পর ৫ দিন পার হয়েছে, সংসদের বাইরে এনিয়ে প্রতিক্রিয়া দিলেও, এখনও সংসদের ভিতরে কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের ভিতরে কিছু না বললেও, এক বেসরকারি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে। আমি এরকম বলছি না, যে এখানে কোনও গাফিলতি ছিল না। গাফিলতি নিশ্চয়ই হয়েছে, তাই এই ঘটনা ঘটেছে। কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে। একই ভাবে, একটি হিন্দি সংবাদপত্রে আলাপচারিতায় নরেন্দ্র মোদি বলেন, সংসদে যা ঘটেছে তা উদ্বেগের। বিতর্ক তৈরি না করে ঘটনার গভীরে যাওয়া উচিত। লোকসভার অধ্যক্ষ গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন।
এদিন অধিবেশন শুরুর আগে রণকৌশল চূড়ান্ত করতে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকে বসেন বিরোধীদলের নেতারা। বিরোধী জোট 'INDIA'-র তরফে সংসদের দুই কক্ষে ২০টি মুলতুবি প্রস্তাব জমা পড়ে। বাকি সব কিছু বন্ধ রেখে, সংসদের সুরক্ষা নিয়ে দুই কক্ষে বিস্তৃত আলোচনার দাবি জানায় বিরোধীরা। এর পাশাপাশি, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতিও দাবি করে তারা। এই বিবৃতির দাবিতে এদিনও উত্তাল হয় সংসদের দুই-কক্ষ। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে লোকসভায় হট্টগোল করেন বিরোধীরা। আর এই অভিযোগে অধীর চৌধুরী সহ ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। সব মিলিয়ে এই অধিবেশনে এখনও পর্যন্ত লোকসভায় ৪৬ জন বিরোধী সাংসদ সাসপেন্ড করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: North Bengal Weather : কাঁপছে উত্তরবঙ্গ, ৫ এ নামল দার্জিলিংয়ের তাপমাত্রা, অন্য জেলায় ঠান্ডা কেমন