অপহৃতাকে উদ্ধার করে ফেরার সময় গাড়ি দুর্ঘটনা, কোচবিহারে কনস্টেবল সহ চারজনের মৃত্যু
মৃত অপহৃতা কিশোরী, তাঁরা মা ও কাকা.....
কোচবিহার: অপহৃতাকে উদ্ধার করে ফেরার সময় গাড়ি দুর্ঘটনা। পুলিশের এক কনস্টেবল সহ চারজনের মৃত্যু। আজ সকাল ৭টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে কোচবিহারের ঘোকসাডাঙায়।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির প্রদাননগর থানায় গত ২৮ অগাস্ট এক ১৭ বছরের কিশোরীকে অপহরণের অভিযোগ দায়ের হয়। গোপন সূত্রে কবর পেয়ে কিশোরীর বাড়ির লোককে নিয়ে প্রধাননগর থানার পুলিশ গতকাল কোচবিহারে আসে।
দিনহাটার সাহেবগঞ্জ থানার খোঁচামারি থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। গ্রেফতার করা হয় এক যুবককে। এরপর একটি বেসরকারি গাড়িতে ওই কিশোরী ও তাঁর মা ও কাকাকে নিয়ে ফিরছিলেন কয়েকজন পুলিশকর্মী।
আজ সকালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেলে ওই কিশোরী, তাঁরা মা ও কাকা এবং এক কনস্টেবলের মৃত্যু হয়। আহত এক এসআই সহ তিনজন। গাড়ির চালক পলাতক। কোচবিহার জেলা পুলিশ সূত্রে খবর, ওই চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হবে।