Lancet Corona Research : কাচ-প্লাস্টিক-স্টিলে সপ্তাহব্যাপী বেঁচে থাকতে পারে কোভিড ভাইরাস!
ভারতীয় গবেষকরা বলছেন, এই মারণ ভাইরাস প্রতিরোধ করতে বায়ুবাহিত ও সারফেস ট্রান্সমিশন (যে কোনও তল থেকে সংক্রমণ) দুটো বিষয়ই গুরুত্ব সহকারে দেখতে হবে।
দিল্লি : ল্যানসেট-এর গবেষণা নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। এমনই মনে করছেন ভারতীয় গবেষকরা। হাওয়ার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াচ্ছে বলে সম্প্রতি ব্রিটেন, আমেরিকা ও কানাডার গবেষকদের গবেষণায় উঠে এসেছে। যদিও ভারতীয় বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই তথ্য আগেই উঠে এসেছে। এনিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এর পাশাপাশি তাঁরা জানিয়ে দেন, বাতাসের পাশাপাশি সারফেস ট্রান্সমিশন নিয়েও মানুষের সতর্ক থাকা উচিত। অন্যদিকে স্টেইনলেস স্টিল, কাচ, প্লাস্টিকে দিন থেকে সপ্তাহ পর্যন্ত এই ভাইরাস বেঁচে থাকতে পারে বলে একটি তথ্য উঠে আসছে।
ল্যানসেট-এর গবেষণায় বলা হয়েছে, কোনও করোনা আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাস, হাঁচি থেকে ভাইরাসে আক্রান্ত হতে পারেন অন্য কেউ। বাতাসে ওই ব্যক্তির সংক্রমণ ছড়ায়। এমনকী আক্রান্ত ব্যক্তি চিৎকার করলে, কথা বললে বা গান গাইলেও ছড়িয়ে পড়তে পারে ভাইরাস।
যদিও ভারতীয় গবেষকরা বলছেন, এই মারণ ভাইরাস প্রতিরোধ করতে বায়ুবাহিত ও সারফেস ট্রান্সমিশন (যে কোনও তল থেকে সংক্রমণ) দুটো বিষয়ই গুরুত্ব সহকারে দেখতে হবে।
এপ্রসঙ্গে AIIMS নয়াদিল্লির সহ অধ্যাপক হরসল আর সালভে বলেন, '' কীভাবে বায়ুবাহিত হয়ে কোভিড ছড়াচ্ছে তা নিয়ে কিছু দিক দেখিয়েছেন ল্যানসেট-এর গবেষকরা। যদিও এর পক্ষে পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি তাঁরা। আমার মনে হয়, এখনও এই বিষয়টি প্রমাণ করতে অনেক গবেষণা প্রয়োজন।''
গত বছর বিশ্বে SARS CoV-2 Virus আসার পর থেকে বিভিন্ন গবেষণা শুরু হয়। গবেষকরা গবেষণা চালিয়ে জানতে চান, ছিদ্রযুক্ত সার্ফেস ও ছিদ্রবিহীন সার্ফেসে কতক্ষণ এই ভাইরাস টিকে থাকে। ছিদ্রযুক্ত সার্ফেসে মিনিট থেকে ঘণ্টার মধ্যে হারিয়ে যায় এই ভাইরাস। সেখানে স্টেইনলেস স্টিল, কাচ, প্লাস্টিকে দিন থেকে সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে করোনার মতো টেকসই ভাইরাস।
গবেষকরা বলছেন, সারফেস ট্রান্সমিশন-এর ক্ষেত্রে কোনও ব্যক্তি আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই ভাইরাস ছড়াতে পারে। তবে তাঁর বাড়ির লোকের মেঝে বা অন্য কোনও জায়গা পরিষ্কার করতে গিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম।
সারফেস সারভাইভাল-এর গবেষণা বলছে, ৯৯ শতাংশ ক্ষেত্রে ঘরে থাকাকালীন ভাইরাসের সংক্রমণ কমে যায়। ৩ দিন অথবা ৭২ ঘণ্টার মধ্যেই এই চিত্র নজরে আসে। 'নন পোরাস সারফেস'-এর ক্ষেত্রে এই ছবি পাওয়া যায়। এ বিষয়ে ফর্টিস হাসপাতালের ক্লিনিক্যাল হেমাটোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট-এর ডিরেক্টর রাহুল ভার্গব জানান, হাওয়ার মাধ্যমেই যে কোভিড ছড়ায়, এটা নতুন কিছু নয়। ভিড়ের মধ্যে কারও সর্দি , কাশি থাকলে সেই থেকে এই ভাইরাস ছড়ানোর প্রবণতা বেশি।
তবে সারফেস থেকেও ভাইরাস ছড়াতে পারে। এই ভাইরাস থেকে বাঁচতে সব জায়গাতেই মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়াও সামাজিক দূরত্ব মানাটা বাধ্যতামূলক।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )