WHO on Remdesivir: 'কোনও উপকারিতা নেই', করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কোন উপকারিতা এখনও খুঁজে পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় মেলেনি রেমডেসিভির ব্যবহারের পক্ষে তথ্য।'
নয়াদিল্লি: রোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের বিরুদ্ধে 'হু'। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 'করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কোন উপকারিতা নেই। রেমডেসিভির ব্যবহার করে সুফল পাওয়ার প্রমাণ নেই। কোন উপকারিতা এখনও খুঁজে পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষণায় মেলেনি রেমডেসিভির ব্যবহারের পক্ষে তথ্য।' বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এখনও পর্যন্ত যেই চার দফা ট্রায়াল হয়েছে সেই ট্রায়ালে এখনও পর্যন্ত উপকারিতার কোনও প্রামাণ্য নথি তাঁরা পাননি বলেই বৃহস্পতিবারের প্রেস রিলিজে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় ৭ হাজার রোগীর ওপর এই পরীক্ষা করা হয়েছিল। মাইল্ড, সিরিয়াস বা ভেন্টিলেশনে থাকা কোনও রোগীর ক্ষেত্রেই উপকারিতা মেলেনি। তবে রেমডেসিভির আদৌ কার্যকরি কিনা সেই সংক্রান্ত গবেষণা চলবে বলেই জানানো হয়েছে।
কী বলছেন চিকিৎসকরা..
অজয় সরকার
'এই ঘোষণার সঙ্গে আমি একেবারেই একমত নই। এটা আমার নিজের অভিমত। করোনা চিকিৎসায় রেমডিসিভির একমাত্র অ্যান্টিভাইরাল যার মধ্যে ৬০ শতাংশ কার্যকারিতা রয়েছে। এ ক্ষেত্রে আমরা কোনও অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরালকে কার্যকর ধরি যখন সেটার কার্যকারিতা ৮০ শতাংশের ওপরে থাকে। এভাবে বিচার করলে রেমডেসিভির সেই মান ছুঁতে পারেনি। তবে যেখানে করোনা চিকিৎসার কোনও ওষুধই নেই, সে ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করা যেতেই পারে। ১০ জনের ৬ জন উপকারিতা পেলেও সেটা অনেক। আমি নিজেও আক্রান্ত হওয়ার সময়ে রেমডেসিভির নিয়েছি এবং উপকারিতা পেয়েছে। সব কেসে না হলেও কিছু ক্ষেত্রে রেমডেসিভির কাজ করে।'
জয়দেব রায়, শিশু বিশেষজ্ঞ
'আমরা যে কোনও চিকিৎসায় প্রথমে গবেষণা করি তারপর সেটা প্রয়োগ করি। ভাইরাল ফিভারের ক্ষেত্রে সবটাই সিম্পটোমেটিক। সুতরাং এটাও তাই। আশা ছিল রেমডেসিভির কাজ করবে। তবে যদি ট্রায়ালে দেখা যায় কোনও উপকারিতা নেই, তখন তা বাদ দিতে হবে। যেমন প্লাজমা থেরাপি বাদ হল। বারবার ট্রায়াল দিয়েই একটা সিদ্ধান্তে আসা হয়। হু সমস্ত জায়গার ট্রায়াল রিপোর্ট পায়। সেগুলো বিচার করেই এই মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদসংস্থা এএনআই-কে ডা.ডিএস রানা জানিয়েছেন, কোভিডের চিকিৎসায় রেমডেসিভির কাজ করে,এমন কোনও প্রমাণ মেলেনি। যে সমস্ত ওষুধের কার্যকারিতা নেই, সেগুলিকে বাদ দিতেই হবে।'