এক্সপ্লোর
Advertisement
এক্সিট পোল ভুল প্রমাণিত হবে, ৪৮টি আসন পেয়ে ক্ষমতা দখল করব, দাবি দিল্লি বিজেপি সভাপতির
দিল্লি বিধানসভা নির্বাচনে ২০১৫-য় ৭০টির মধ্যে ৬৭টিই ঝুলিতে পুরেছিল অরবিন্দ কেজরিবালের দল। পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পায় তিনটি আসন ও ৩২ শতাংশ ভোট।
নয়াদিল্লি: একাধিক এক্সিট পোল এবারও তাঁদের দিল্লি দখলের স্বপ্ন অপূর্ণই থাকছে বলে পূর্বাভাস দিলেও দিল্লি বিজেপি প্রধান মনোজ তেওয়ারি তা উড়িয়ে দাবি করলেন, মঙ্গলবার আসতে দিন, এসব যাবতীয় পূর্বাভাস ভুল প্রমাণিত হবে, তাঁদের দল ভাল ফল করে জিতবে। তিনি বলেছেন, কয়েকটি এক্সিট পোলে বলা হচ্ছে, বিজেপি ২৬টা আসন পাবে, কিন্তু আমার কথা শুনুন, ১১ ফেব্রুয়ারি যাবতীয় জনমত সমীক্ষা ভুল প্রমাণ করে ৪৮টির বেশি আসন পেয়ে দিল্লিতে সরকার গড়বে বিজেপি। দিল্লিতে কী হবে, তার ইঙ্গিত দিয়ে বেশ কয়েকটি এক্সিট পোলে দাবি করা হয়েছে, আমআদমি পার্টি (আপ) ৭০টির মধ্যে প্রায় ৫৩টি পাচ্ছে, বিজেপি ১৬টি পাবে, কংগ্রেসকে মাত্র একটি আসন দেওয়া হয়েছে।
BJP Delhi Chief Manoj Tiwari: Certain exit polls are showing that BJP will win 26 seats, but let me tell you that all these exit polls will fail on 11 Feb. BJP will be forming govt in Delhi with over 48 seats. pic.twitter.com/sYMsO2LE2U
— ANI (@ANI) February 8, 2020
মনোজ ট্যুইট করে বলেন, যাবতীয় সমীক্ষা ব্যর্থ হবে। ব্যতিক্রম এই ট্যুইট। তখন কিন্তু ইভিএমের ঘাড়ে দোষ চাপিয়ে অজুহাত দেবেন না!
দিল্লি বিধানসভা নির্বাচনে ২০১৫-য় ৭০টির মধ্যে ৬৭টিই ঝুলিতে পুরেছিল অরবিন্দ কেজরিবালের দল। পেয়েছিল ৫৪.৩ শতাংশ ভোট। বিজেপি পায় তিনটি আসন ও ৩২ শতাংশ ভোট। কংগ্রেসের কোনও আসন জোটেনি, তারা পায় ৯.৬ শতাংশ ভোট।
দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। অর্থাত নিরঙ্কুশ দাপট বজায় রেখেই আপের ক্ষমতায় ফেরা নিশ্চিত এক্সিট পোলের পূর্বাভাসে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement