Delhi Temperature: হাফ সেঞ্চুরি পেরোল দিল্লির তাপমাত্রা, সর্বকালের রেকর্ড ভেঙে পারদ ছুঁল ৫২.৩ ডিগ্রি !
Delhi Hits 52.3 Degrees: যাবতীয় সব রেকর্ড ভেঙে দিয়ে দিল্লিতে আজ তাপমাত্রা ৫২.৩ ডিগ্রি !
নয়াদিল্লি: দিল্লিতে রেকর্ড ভেঙে পারদ চড়ল ৫২.৩ ডিগ্রি সেলসিয়ার্সে (Delhi records highest ever temperature in India)। যেখানে গতকালও দিল্লির তাপমাত্রা ছিল ৫০ এর নিচে। বুধবার সেই তাপমাত্রা এবার ৫২ ডিগ্রি পার করল।
দিল্লিতে সর্বকালের রেকর্ড ভেঙে পারদ ছুঁল ৫২.৩ ডিগ্রি !
IMD এর রিপোর্ট অনুযায়ী বুধবার দুপুর আড়াইটা নাগাদ, পারদ পৌঁছল ৫২.৩ ডিগ্রিতে। পরিসংখ্যান বলছে, গত ১০০ বছরে এমন ভয়াবহ তাপমাত্রার অভিজ্ঞতা হয়নি দিল্লির বাসিন্দাদের।বলাইবাহুল্য, ভয়াবহ গরমে বিদ্যুৎ এর চাহিদাও রেকর্ড ভেঙেছে। জানা গিয়েছে, ৮ হাজার ৩০২ মেগাওয়াট বিদ্যুৎ এর চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবেও তাপমাত্রা চরমে পৌঁছেছে।
তীব্র গরমের মাঝেই আশার বার্তা শুনিয়েছে মৌসম ভবন
যদিও এই এহেন তীব্র গরমের মাঝেই কিছুটা হলেও আশার বার্তা শুনিয়েছে, মৌসম ভবন। IMD জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি নামবে রাজধানীতে। এবং এরই সঙ্গে ২০ কিমি থেকে ৩০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মূলত এদিন দুপুর ৩ টা ৪৫ মিনিট নাগাদ এই ঘোষণা করা হয় আইএমডি-র তরফে। বলা হয়, আগামী ২ ঘণ্টার মধ্যেই ভিজতে চলেছে উল্লেখিত এলাকা। অর্থাৎ সন্ধ্যা ৬ টার আশেপাশেই বৃষ্টি নামবে বলে আশা করা যায়। মূলত তাপপ্রবাহের ভোগান্তি শুধু দিল্লিতেই হচ্ছে না, পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশেও এই অসহ্য গরম রয়েছে।
29/05/2024: 15:45 IST; Light intensity rain/drizzle and winds with speed of 20-30 Km/h would occur over and adjoining areas of isolated places of Delhi and NCR, Kharkhoda, Jhajjar, Sohana, Palwal, Nuh, Aurangabad, Hodal (Haryana) Jattari, Khair (U.P.) during next 2 hours. pic.twitter.com/AP2ho8X0rw
— RWFC New Delhi (@RWFC_ND) May 29, 2024
আরও পড়ুন, রাজ্যের এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, কমলা সতর্কতা হাওয়া অফিসের
সতর্কবার্তা জারি
দিল্লিতে এই ভয়াবহ গরমে ইতিমধ্য়েই সতর্কবার্তা জারি করা হয়েছে। সারাদিন প্রচুর পরিমাণে জল খেতে অনুরোধ করা হয়েছে। বাসস্ট্যান্ডগুলিতে পানীয় জল রাখতে অনুরোধ করা হয়েছে। অত্যাধিক গরমে যাতে কোনওভাবেই শরীরের ভারসাম্য নষ্ট না হয়, সাধারণ মানুষ অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে। মূলত তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে যেকোনও ক্ষেত্রেই সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়ে পাঠায় হাওয়া অফিস। গ্লুকোজ, নুন চিনি জল খাওয়ার জন্য অনুরোধ করা হয়। পাশাপাশি বাইরে বের হলে ছাতা, টুপি ব্যবহার করতেও অনুরোধ জানা হয়। শরীর অসুস্থ হলে দ্রুত চিকিৎসকেরও পরামর্শ নিতে বলা হয়, হাওয়া অফিসের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।