Medical Jobs West Bengal : ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়োগ, ৫ জন মেডিক্যাল টেকনোলজিস্ট নেবে হাসপাতাল
রজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অনুমতি সাপেক্ষে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়োগ হতে চলেছে। হাসপাতালে ৫জন এমটি ওটি স্টাফ বা মেডিক্যাল টেকনোলজিস্ট ওটি নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
ডায়মন্ড হারবার : ২ মাসের চুক্তির ভিত্তিতে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়োগ করছে রাজ্য সরকার। ৫ জন মেডিক্যাল টেকনোজিস্ট নিয়োগ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১০ জুন হবে ইন্টারভিউ।
রজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অনুমতি সাপেক্ষে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়োগ হতে চলেছে। হাসপাতালে ৫ জন এমটি ওটি স্টাফ বা মেডিক্যাল টেকনোলজিস্ট ওটি নিয়োগ করা হবে। পুরোপুরি চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। যোগ্য ও ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যোগ্যতার প্রমাণ ও তথ্যাদি নিয়ে ইন্টারভিউতে আসতে হবে। কোভিডকালে জরুরি ভিত্তিতে এই নিয়োগ করছে রাজ্য সরকার।
পদের নাম ও নিয়োগ- মেডিক্যাল টেকনোলজিস্ট ওটি পদে ৫ জনকে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি পাস করতে হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার সঙ্গে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেবেন প্যানেলিস্টরা।
মেডিক্যাল টেকনোলজিস্টদের বেতন- এই পদে নিযুক্ত ব্যক্তিদের মাসে ১৭,২২০ টাকা করে বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন ?
আবেদনকারীদের আগামী ১০ জুন ১০ টার সময় ইন্টারভিউ হবে। দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে হবে এই ইন্টারভিউ পর্ব। সেখানে শিক্ষাগত যোগ্য, কাস্ট, বয়স ও অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের। এছাড়াও এই কাজের সঙ্গে যুক্ত কোনও নথি থাকলে তাও নিয়ে যাওয়াটা বাঞ্ছনীয়। আবেদনকারীকে চাকরির বিষয়ে বিশদে জানতে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে https://www.wbhealth.gov.in নজর দিতে হবে।
ইন্টারভিউয়ের দিন ও সময়
আগামী ১০ জুন আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য প্রিন্সিপ্যাল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে ও হসপিটালে যোগাযোগ করতে হবে। সকাল ১০টার সময় রাখা হয়েছে ইন্টাইভিউয়ের সময়। এই বিষয়ে সংক্ষেপে দেওয়া হয়েছে সাইটে। এই বিষয়ে বিশদে রাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। যা দেখে তবেই চাকরিপ্রার্থীর যাবতীয় সার্টিফিকেট জমা করে আবেদন করা উচিত।
Education Loan Information:
Calculate Education Loan EMI