Fire Incident : ভয়ঙ্কর! দীপাবলির রাতে আগ্রাসী আগুন বহুতলে, ঘর-ভরা ধোঁয়া, প্রচণ্ড তাপ! পরপর মৃত্যু
দমকল কর্মীদের প্রবল চেষ্টার পরও পাঁচ জন মারা গিয়েছেন বলে খবর। ওই আবাসনের আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

দীপাবলিতে প্রবল অগ্নিকাণ্ড । মর্মান্তিক ঘটনা ঘটে গেল শহরে। তখন সবে মধ্যরাত পেরিয়েছে। বাজির আওয়াজ বাইরে ক্রমেই বাড়ছে। হঠাৎই শহরের এক বহুতলের বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেল সবকিছু। নভি মুম্বইয়ের ঘটনা। টাউনশিপে একটি বহুতল আবাসনে আগুন লেগে যায়। আটকা পড়ে যান বাসিন্দারা। আর্ত চিৎকার করতে থাকেন। দমকল কর্মীদের প্রবল চেষ্টার পরও পাঁচ জন মারা গিয়েছেন বলে খবর। ওই আবাসনের আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।
দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভাসি এলাকার সেক্টর ১৪-র এমজিএম কমপ্লেক্সের রাহেজা রেসিডেন্সির ১০ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। রাত ১২.৩০ নাগাদ দেখা যায় লেলিহান শিখা। ১০ তলার আগুন ছড়িয়ে পড়ে ১১ ও ১২ তলাতেও। দমকল সূত্রে খবর, মৃতদের মধ্যে দুইজন মহিলা, একজন পুরুষ এবং একটি ৬ বছর বয়সী শিশুকন্যাও ছিল। আরও ১০ জন আহত হয়েছেন।
দিল্লিতে দমকলে পরপর ফোন দীপাবলিতে
আহতদের দ্রুত ভাসির দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ৪০ জন দমকল কর্মী , ৮টি ফায়ার ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছন খবর পাওয়া মাত্রই। ভোর ৪টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে চলে গিয়েছে বেশ কয়েকটি প্রাণ। তবে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাজধানী দিল্লিতে দীপাবলি উদযাপনের সময় ২৮০ টিরও বেশি আগুন লাগার ফোন পায় দিল্লি ফায়ার সার্ভিসেস। প্রতিবছরই এমন দিনে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি থাকে। তার জন্য তৈরি থাকে দমকল। সোমবার সন্ধে ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ২৮০ টি কল পেয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা। দীপাবলি উদযাপনের সময় দিল্লিতে বড় ধরনের কোনও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি। কেবল সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে আগুন লাগার ঘটনা ঘটেছে একটি। মধ্যরাতে একটি অটোপার্টস সরঞ্জামের গুদাম পুড়ে যায় সেখানে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি সেখানে। গত বছর, ২০২৪ সালে, দীপাবলির রাতে প্রায় ৩১৪টি জরুরি কল আসে দমকল অফিসে। মঙ্গলবার সকাল থেকেই ঘন ধূসর কুয়াশায় ঢাকা শহর। আকাশ যেন অন্ধকার। দৃশ্যমানতা কমে গেছে । 'রেড জোনে' বাতাসের মান বেশ খারাপ। অনেকেই সুপ্রিম কোর্টের নির্ধারিত দুই ঘণ্টার বেশি সময় ধরে বাজি পুড়িয়েছে বলে অভিযোগ।






















