পানীয় জলের পাইপে নিকাশি নালার জল! গড়িয়ায় ডায়েরিয়ায় আক্রান্ত শতাধিক
কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ দেখা গিয়েছে। আক্রান্ত হয়েছেন গড়িয়া ব্রহ্মপুরের রবীন্দ্রপল্লির শতাধিক বাসিন্দা। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পুরসভার পাইপ লাইনে দুর্গন্ধযুক্ত জল আসছে যা পানের অযোগ্য।
সুদীপ্ত আচার্য, কলকাতা: গড়িয়ার ব্রহ্মপুরে ডায়েরিয়ায় আক্রান্ত শতাধিক পরিবার। নিকাশি নালার জল পানীয় জলের পাইপে মিশে যাওয়ায় বিপত্তি বলে অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।
কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ দেখা গিয়েছে। আক্রান্ত হয়েছেন গড়িয়া ব্রহ্মপুরের রবীন্দ্রপল্লির শতাধিক বাসিন্দা। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই পুরসভার পাইপ লাইনে দুর্গন্ধযুক্ত জল আসছে যা পানের অযোগ্য।
বাধ্য হয়ে পরিশ্রুত জল কিনে খেতে হচ্ছে তাঁদের। কিন্তু কেন হঠাৎ দুর্গন্ধযুক্ত পানীয় জল আসছে এই এলাকায়? স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালার জল পানীয় জলের পাইপে ঢুকে যাওয়াতেই বিপত্তি। এই পরিস্থিতি আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ৷
ডায়েরিরার প্রকোপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কলকাতা পুরসভার সিপিএম নেতা ও ওয়ার্ড কোঅর্ডিনেটর চয়ন ভট্টাচার্য বলেন, KEIIP প্রকল্পের কাজ চলছে। নিকাশি নালার যে কাজ চলছে সেটা রেনিয়া খালে পড়ার কথা। এই কাজের জন্য পুরসভার বৈঠকে আমাকে ডাকা হয়নি। আমি পুরো বিষয়টি পুরসভাকে জানিয়েছি ৷ ডায়েরিয়ার প্রকোপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গড়িয়া এলাকায়।