এক্সপ্লোর
দুর্গাপুর ব্যারাজ: ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শেষ, আজ থেকে স্বাভাবিক পানীয় জল পরিষেবা
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার কাজ শুরু হয়েছে.. সেই জল ফিডার ক্যানালে ঢোকার পর, পুরসভা পাম্প চালানোর কাজ শুরু করবে

পশ্চিম বর্ধমান: দুর্গাপুর ব্যারাজের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শেষ। আজ বেলার দিকে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
প্রশাসন সূত্রে খবর, গতকাল শেষ হয়েছে ব্যারাজের ৩১ নম্বর লকগেট মেরামতির কাজ। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার কাজ শুরু হয়েছে।
সেই জল ফিডার ক্যানালে ঢোকার পর, পুরসভা পাম্প চালানোর কাজ শুরু করবে। এরপর বেলার দিকে দুর্গাপুর পুর এলাকায় জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, মেরামত করা লকগেটের বাড়তি সুরক্ষার জন্য ব্যারাজের জল নির্দিষ্ট মাত্রায় পৌঁছলে আনা হবে ফ্লোটিং গেট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















