৩০ সেপ্টেম্বরের মধ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক, এবার বিজ্ঞপ্তি জারি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে পরীক্ষার অনুমোদন দিয়েছে...
নয়াদিল্লি: ইউজিসি-র পর এবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। 'কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা।' বিজ্ঞপ্তি প্রকাশ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের। ‘পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, গতকালই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিজ্ঞপ্তি জারি করে জানায়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়া যেতে পারে সেপ্টেম্বরের শেষে! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিবকে চিঠি দিয়ে পরীক্ষার অনুমোদন দিয়েছে।
পাশাপাশি ইউজিসি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউজিসির গাইডলাইন ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিধি মেনে নিতে হবে পরীক্ষা। অফলাইন কিংবা অনলাইন অথবা এই দুটি পদ্ধতির সাহায্যেই পরীক্ষা নেওয়া যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ।
এদিকে, করোনা আবহে বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা না নেওয়ার জন্য আগেই পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। সেক্ষেত্রে কী হবে? এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে পড়ুয়া মহলে। সূত্রের খবর, অন্যান্য রাজ্যগুলি এই বিষয়ে কী করে, সেদিকে তাকিয়ে রাজ্য সরকার।