এক্সপ্লোর
Advertisement
কৃষিবিলের নিন্দা, 'কিষাণ একতা জিন্দাবাদ!' ট্যুইট প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসরের
মন্টিই প্রথম ক্রিকেটার নন, যিনি কৃষি বিলের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজস্ব মতামত জানালেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহও রবিবার দিল্লি সীমান্তে এক পঞ্জাবী যুবকের প্রতিবাদস্থল পরিষ্কার করার ছবি ট্যুইট করে লিখেছেন, পঞ্জাবী যুবারা দিল্লি সীমান্তে রাস্তা সাফ করছেন। আমরা চাই না, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা বলুন, পঞ্জাবীরা এখানে এসে নোংরা করে দিয়ে চলে গিয়েছে।
নয়াদিল্লি: কেন্দ্রের কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে ট্যুইট প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মন্টি পানেসরের। সরাসরি কৃষিবিলের বিরোধিতা করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তিনটি বিলই ভারতের সংসদে পাশ হয়েছে গত সেপ্টেম্বর। কিন্তু কৃষকরা বিলের বেশ কিছু শর্তে অখুশি। পঞ্জাব, হরিয়ানা থেকে হাজারে হাজারে কৃষক রাজধানী নয়াদিল্লির উদ্দেশে মিছিল করে এগচ্ছেন। সামিল রাজস্থান, উত্তরপ্রদেশের চাষিরাও।
২০০৬ সালে ভারতের বিরুদ্ধেই আন্তর্জাতিক ক্রিকেট আত্মপ্রকাশ করা মন্টি সাত বছর ইংল্যান্ডের হয়ে খেলেছেন। তিনি কৃষিবিলের বিরোধিতা করে ট্যুইট করেছেন, ক্রেতা যদি বলেন, ফসলের গুণমান প্রতিশ্রুতিমতো ঠিক নেই, তাই চুক্তি কার্যকর করা যাবে না, তাহলে কৃষকের সুরক্ষার কী ব্যবস্থা থাকবে? একটা মূল্য বেঁধে দেওয়ার কোনও উল্লেখই নেই!!! সেইসঙ্গে উল্লেখ করেন বিজেপি, নরেন্দ্র মোদির নাম। #kissanprotest #kissanektazindabad হ্যাশট্যাগেরও উল্লেখ করেন।
What happens if the buyer says the contract cannot be fulfilled because the quality of crop is not what was agreed , what protection does the farmer have then? There is no mention of fixing a price??!! @BJP4India @narendramodi #kissanprotest #kissanektazindabad pic.twitter.com/E4XD50FcTF
— Monty Panesar (@MontyPanesar) November 28, 2020
মন্টি ৫০টি টেস্ট ম্যাচ, ২৬টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ, একটি টি-২০ ম্যাচ খেলেছেন।
মন্টিই প্রথম ক্রিকেটার নন, যিনি কৃষি বিলের মতো এত গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজস্ব মতামত জানালেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংহও রবিবার দিল্লি সীমান্তে এক পঞ্জাবী যুবকের প্রতিবাদস্থল পরিষ্কার করার ছবি ট্যুইট করে লিখেছেন, পঞ্জাবী যুবারা দিল্লি সীমান্তে রাস্তা সাফ করছেন। আমরা চাই না, হরিয়ানা ও দিল্লির বাসিন্দারা বলুন, পঞ্জাবীরা এখানে এসে নোংরা করে দিয়ে চলে গিয়েছে।
দলে দলে রাজধানীমুখী কৃষকদের গত শুক্রবার দিল্লি পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস প্রয়োগ করে দিল্লি-হরিয়ানা সীমান্তে আটকে দেয়। যদিও পরে চাপের মুখে কেন্দ্র তাঁদের দিল্লি ঢোকার অনুমতি দেয়, তবে উত্তর দিল্লির বাইরে। তা মানতে চাননি চাষিরা। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বুরারি ময়দানে সরে যেতে, প্রতিবাদ বন্ধ রাখতে বলে আলোচনার আমন্ত্রণ জানান। কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন চাষিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
মালদা
আজ ফোকাস-এ
Advertisement