GATE Exam 2021 Result: প্রকাশিত হল গেট ২০২১-এর ফলাফল, দেখে নিন কীভাবে জানা যাবে
গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ২০২১-এর ফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে। gate.iitb.ac.in-এ এই ফলাফল প্রকাশিত হয়েছে। প্রার্থীরা তাঁদের গেট-এর ফলাফল এনরোলমেন্ট আইডি/ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড ব্যবহার করে দেখতে পারবেন। গেট ২০২১-এর ফলাফলের মধ্যে রয়েছে পরীক্ষার্থীদের গেট স্কোর, সর্বভারতীয় র্যাঙ্ক, ১০০-র মধ্যে প্রাপ্ত নম্বর, কোয়ালিফাইং নম্বর ও পরীক্ষার্থীদের অন্যান্য মৌলিক বিস্তারিত।
নয়াদিল্লি: গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) ২০২১-এর ফল প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বে। gate.iitb.ac.in-এ এই ফলাফল প্রকাশিত হয়েছে। প্রার্থীরা তাঁদের গেট-এর ফলাফল এনরোলমেন্ট আইডি/ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড ব্যবহার করে দেখতে পারবেন। গেট ২০২১-এর ফলাফলের মধ্যে রয়েছে পরীক্ষার্থীদের গেট স্কোর, সর্বভারতীয় র্যাঙ্ক, ১০০-র মধ্যে প্রাপ্ত নম্বর, কোয়ালিফাইং নম্বর ও পরীক্ষার্থীদের অন্যান্য মৌলিক বিস্তারিত।
গেট ফলাফল ২০২১ দেখার পদক্ষেপগুলি-
- প্রথমে গেট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- জিওএপিএস পোর্টাল লিঙ্কে ক্লিক করতে হবে
- গেট এনরোলমেন্ট আইডি/ইমেল আইডি ও পাসওয়ার্ড এন্টার করতে হবে
- এরপর সাবমিট-এ ক্লিক করতে হবে
- গেট ২০২১ ফলাফল স্ক্রিনে ফুটে উঠবে
- ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে
গেট স্কোরকার্ড খুব শীঘ্রই প্রকাশিত হবে। গেট ২০২১ স্কোরকার্ড তিন বছরের জন্য বৈধ থাকবে। কর্তৃপক্ষ গত ১৭ মার্চ অফিসিয়াল ওয়েবসাইটে গেট ২০২১-এর ফাইনাল আনসার কি প্রকাশ করেছিল। প্রভিশনাল গেট আনসার কি ২০২১ প্রকাশিত হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীদের ওই আনসার কি চ্যালেঞ্জের জন্য ১ থেকে ৪ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
গেট ২০২১ কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হিসেবে গত ৬,৭,১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাবজেক্ট পেপারগুলির পরীক্ষা নেওয়া হয়েছিল গেট ২০২১। কোভিড-১৯ জনিত পরিস্থিতির কথা মাথায় রেখে ৫ ও ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত দিন রাখা হয়েছিল।
Education Loan Information:
Calculate Education Loan EMI