বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষ পার, মোট সংক্রমিত ৩.৩ কোটি
১১ মার্চ করোনাকে অতিমারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা...
নয়াদিল্লি: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষ পার। ২০১৯-র ৩০ ডিসেম্বর, সংক্রমণ নিয়ে প্রথম সতর্ক করেন চিনা চিকিৎসক লি ওয়েন লিয়াং।
চিনে সংক্রমণের ঘটনা প্রকাশ্যে আসে ২০২০-র ৭ জানুয়ারি। ১১ জানুয়ারি, সে দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ১৩ জানুয়ারি, চিনের বাইরে প্রথম মৃত্যু তাইল্যান্ডে।
জানুয়ারির ৩০ তারিখ, আমেরিকায় প্রথম করোনা সংক্রমণ। ২৯ ফেব্রুয়ারি সে দেশে প্রথম মৃত্যু। মাসখানেক পর, ২৬ ফেব্রুয়ারি, লাতিন আমেরিকার প্রথম দেশ ব্রাজিলে হানা দেয় করোনা।
বহু বিতর্কের পর, ১১ মার্চ, করোনাকে অতিমারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২৬ মার্চ, সংক্রমণে চিনকে টপকে যায় আমেরিকা। এপ্রিলের ৪ তারিখ, বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়ায় ১ লক্ষ।
২ মাস ২৪ দিন পর, ২৭ জুন, মৃতের সংখ্যা বেড়ে হয় ৫ লক্ষ। এরপর ৩ মাস ৪ দিনের মাথায়, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১০ লক্ষের গণ্ডি ছুঁয়েছে।
একইসঙ্গে করোনা সংক্রমণে গত ৬ মাস ধরে বিশ্বে একনম্বরে আমেরিকা। উদ্বেগ বাড়িয়ে সেখানে শিশুদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। আক্রান্ত প্রায় ২ লক্ষ ৮০ হাজার শিশু।