Global Leader Approval Rating: বিশ্ব সেরা নেতাদের তালিকায় ফের শীর্ষে মোদি, পিছনেই রইলেন বাইডেন, বরিস
PM Narendra Modi: সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বেড়েছে মোদির, এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কলকাতা: বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশের নেতাদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে আবারও এগিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭১ শতাংশ জনসমর্থন নিয়ে এ তালিকায় সবার ওপরে উঠে এসেছেন তিনি। আমেরিকান ডেটা ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের প্রকাশিত সাম্প্রতিক গ্লোবাল রেটিং সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা বেড়েছে মোদির, এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বৃহস্পতিবার অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানের জনসমর্থনের সবশেষ তথ্য তুলে ধরেছে। ১৩ জন বিশ্বনেতার তালিকায় ৪১ শতাংশ রেটিং নিয়ে ছয় নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৪১ শতাংশে আট নম্বরে, কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডোর পরে।
সেই তালিকার নিরিখে নরেন্দ্র মোদীর পরে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। তার পক্ষে সমর্থন রয়েছে দেশটির ৬৬ শতাংশ মানুষের। তৃতীয় অবস্থানে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (৬০ শতাংশ), চতুর্থ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (৪৮ শতাংশ), পঞ্চম জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস (৪৪ শতাংশ)।
সবচেয়ে কম জনসমর্থন পেয়ে তালিকার একেবারে তলানিতে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার ওপর আস্থা রয়েছে যুক্তরাজ্যের মাত্র ২৬ শতাংশ মানুষের। ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর পক্ষে রয়েছেন দেশটির ৩৪ শতাংশ মানুষ। ৪৩ শতাংশ জনসমর্থন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রয়েছেন ষষ্ঠ অবস্থানে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পক্ষেও ভোট পড়েছে একই হারে। তবে বাইডেনের চেয়ে ট্রুডোর ওপর আস্থা না থাকা লোকের হার বেশি। বাইডেনের ওপর আস্থা নেই তার দেশের ৪৯ শতাংশ মানুষের, ট্রুডোর ক্ষেত্রে এর হার ৫১ শতাংশ।