Cough Syrup Banned : বাচ্চাকে সর্দির এই ওষুধ দেন? হতে পারে ভয়ঙ্কর ক্ষতি, ২বহুল প্রচলিত সিরাপে নিষেধাজ্ঞা
এই ওষুধগুলি ৪ বছরের কম বয়সী শিশুদের যোগ্যই নয়। এর জেরে, এই কাশির সিরাপগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাচ্চাদের সর্দিগর্মি হলে অনেক বাবা - মাই ভরসা রাখেন এই ওষুধগুলোর উপর। সর্দি কাশি থেকে অ্যালার্জিক রিয়্যাকশন, অনেক বাবা-মায়েরই ভরসা এই ওষুধ। কিন্তু ভারত সরকারের সংশ্লিষ্ট দফতরের পরীক্ষায় দেখা গেল এই ওষুধগুলি ৪ বছরের কম বয়সী শিশুদের যোগ্যই নয়। এর জেরে, এই কাশির সিরাপগুলি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সূত্রের খবর, এই ওষুধগুলিতে আছে দুটি উপাদান - ক্লোরফেনিরামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড। এই দুটি উপাদান সাধারণত অ্যালার্জি এবং সর্দি-কাশির চিকিৎসায় ব্যবহৃত হয়, কিন্তু ছোটো শিশুদের ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে পর্যাপ্ত নিরাপত্তা তথ্য পাওয়া যায়নি। তাই এই ওষুধগুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরকারের পদক্ষেপ
১৫ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে, এই ওষুধগুলির উৎপাদন, বিক্রয় এবং বিতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উৎপাদনকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা এই ওষুধ তৈরি করলে তার লেবেলে এবং প্যাকেজিংয়ে স্পষ্টভাবে সতর্কবার্তা দিতে হবে যে, এই কম্পোজিশনটি ৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।
দিল্লি হাইকোর্টের নির্দেশ
গ্লেনমার্ক এবং জুভেন্টাস হেলথকেয়ার-এর মতো কোম্পানিগুলি এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিল। আদালত স্পষ্ট করে দিয়েছে যে ১৫ এপ্রিলের আগে উৎপাদিত স্টকের উপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না, কিন্তু সকল উৎপাদনকারীদের চিকিৎসক, ফার্মাসিস্ট এবং সাধারণ জনগণকে অবহিত করার জন্য বড় সংবাদপত্রে জনসাধারণের জন্য নোটিশ প্রকাশ করতে হবে ।
অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
- ৪ বছরের কম বয়সী শিশুদের যে কোনও ধরনের কাশির সিরাপ দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- যদি আপনার কাছে আগে থেকেই নিষিদ্ধ ব্র্যান্ডের কাশির সিরাপ থাকে, তাহলে তার লেবেল পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে তা ফেলে দিন।
- শিশুদের সর্দি-কাশির লক্ষণের জন্য ঘরোয়া প্রতিকার এবং চিকিৎসকের প্রেসক্রাইব করা বিকল্প ওষুধ খাওয়ান।
এর আগে দেশজুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করে আরও ১০৪টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। তালিকা প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। এ রাজ্যের ল্যাবে ফেল করে ২৮টি ওষুধ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল করেছে ২৭টি এবং রাজ্য ড্রাগ ল্যাবে ফেল করে ১টি ওষুধ। বাজার চলতি নামী সংস্থার নামী ব্র্যান্ডের আরও ১০৪টি ওষুধ, ইঞ্জেকশন এবং স্যালাইনকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি NSQ ড্রাগস বলে ঘোষণা করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ বা CDSCO ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















